সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়কের সাথে বিএনপি মনোনিত প্রার্থী এম এ মালিকের সৌজন্য সাক্ষাৎ


আজ বুধবার সন্ধ্যায় সিলেট উপশহরে সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আব্দুল আহাদ খান জামাল-এর বাসায় সৌজন্য সাক্ষাৎ করতে যান সিলেট-৩ আসনে বিএনপির মনোনয়ন প্রাপ্ত বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা ও যুক্তরাজ্য বিএনপির সভাপতি এম এ মালিক।
আব্দুল আহাদ খান জামাল বলেন সিলেট-৩ আসনে এম এ মালিক বিএনপির মনোনয়ন পাওয়ায় এম এ মালিকের ত্যাগের মূল্যায়ন হয়েছে। এসময় তিনি এম এ মালিকের শারীরিক অবস্থার খোঁজ খবর নেন। সবাইকে এম এ মালিকের বিজয় নিশ্চিত করতে কাজ করার আহবান জানান।
আব্দুল আহাদ বলেন কাজ করলে মূল্যায়ন হবেই। কোন কাজেই বৃথা যায় না। তৎকালীন সময়ে এম মালিকের ফ্যাসিস্ট হাসিনার চায়ের দাওয়াত প্রত্যাখানের সিদ্ধান্ত-এর ভূয়সী প্রশংসা করেন।
আব্দুল আহাদ খান জামাল-এর বৃদ্ধ পিতার কাছে এম এ মালিককে তার সন্তান সমতূল্য ও তার চেয়েও দলের জন্য বেশি ত্যাগ করেছেন বলে জানান এবং পিতার কাছে আব্দুল আহাদ আগামী জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ প্রতীকে এম এ মালিকের বিজয়ের জন্য দোয়া কামনা করেন। পরিশেষে খান জামালের পিতা এম এ মালিকের বিজয় কামনায় মহান রাব্বুল আলামীনের নিকট মোনাজাত করে দোয়া প্রার্থনা করেন।
উল্লেখ্য, সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক জনাব আব্দুল আহাদ খান জামাল সিলেট-৩ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী প্রার্থী ছিলেন।
এসময় উপস্থিত ছিলেন তেতলী ইউনিয়ন চেয়ারম্যান অলিউর রহমান, জেলা যুবদলের সহ সাধারণ সম্পাদক মিনার হোসেন লিটন, স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক দেলোয়ার হোসেন চৌধুরী, সাবেক যুগ্ম আহবায়ক জাকির হোসেন, বিএনপি নেতা জাকারিয়া আরেফিন ফয়সাল, সাবেক স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক এনু আহমেদ, দক্ষিণ সুরমা উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব নুরুল আমিন, মহানগর ছাত্রদলের সাবেক সহসভাপতি শাপরান আহমেদ, সিলেট জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক মাসুম আলম, প্রমূখ।



