ক্রিকেট

দায়িত্ব ছাড়ছেন সালাউদ্দিন

মোহাম্মদ সালাউদ্দিনের অধীনে খুব একটা ভালো সময় যাচ্ছে না বাংলাদেশ দলের। ব্যাটিংয়ে ক্রিকেটারদের অধারাবাহিকতার ছাপ স্পষ্ট। এ অবস্থায় নতুন কোচের সন্ধানে নামে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

সিদ্ধান্ত নিতেও দেরি হয়নি। আয়ারল্যান্ড সিরিজে জাতীয় দলের ব্যাটিং কোচের দায়িত্ব সাবেক অধিনায়ক মোহাম্মদ আশরাফুলের কাঁধে তুলে দিয়েছে দেশের সর্বোচ্চ ক্রীড়া সংস্থা।

বিসিবির এ সিদ্ধান্তের পর সহকারী কোচের পদ থেকে সালাউদ্দিনের সরে দাঁড়ানোর গুঞ্জন উঠেছে। যদিও বিসিবির একজন কর্মকর্তা জানিয়েছেন এখনো পদত্যাগপত্র পাননি তারা।

এর আগে গত সোমবার বিসিবির সভা শেষে সালাউদ্দিন প্রসঙ্গে বিসিবি পরিচালক আব্দুর রাজ্জাক জানান, ‘সালাউদ্দিন ভাই কিন্তু সিনিয়র সহকারী কোচ। আসলে কারও ব্যর্থতার জন্য না। ওইখান থেকে সরানো হয়নি কাউকে, আশরাফুলকে অন্তর্ভুক্ত করা হয়েছে। কোচিং প্যানেলে আরও একজনকে যুক্ত করা হলো।’

প্রসঙ্গত, সালাউদ্দিনের সঙ্গে বিসিবির চুক্তির মেয়াদ ছিল ২০২৭ বিশ্বকাপ পর্যন্ত। জানা গেছে, ব্যক্তিগত কারণ দেখিয়ে তার আগেই পদত্যাগ করছেন তিনি।

এই বিভাগের আরও সংবাদ