যশোর

বাগআঁচড়ায় সাবেক মন্ত্রী তরিকুল ইসলাম স্বরনে আলোচনা সভা ও দোয়া মাহফিল

নাজিম উদ্দীন জনি,সিনিয়র রিপোর্টারঃ যশোরের শার্শার বাগআঁচড়া বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী তরিকুল ইসলামের সপ্তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্বরনসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার(৪ নভেম্বর) রাত বাগআঁচড়া ইউনিয়ন বিএনপির প্রধান কার্যালয়ে এ স্বরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

উপজেলা বিএনপি স্বনির্ভর বিষয়ক সম্পাদক মিকাইল মনার সভাপতিত্বে ও সহ-সাংগঠনিক সম্পাদক আনোয়ার হোসেন বাবুর সঞ্চালনায় এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা বিএনপির সহসভাপতি মাষ্টার জামাল উদ্দীন।

বিশেষ অতিথি ছিলেন বাগআঁচড়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ও সাবেক ইউপি সদস্য জাহাঙ্গীর হোসেন।

এ সময় বাগআঁচড়া ইউনিয়ন বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক আব্দুর রাজ্জাক, মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক রফিকুল ইসলাম সন্তু,শ্রম বিষয়ক সম্পাদক রফিকুল ইসলাম স্বর্ণকার,বিএনপি নেতা জাহাঙ্গীর আলম,উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক কবির হোসেন,স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক তৌহিদ হোসেন সহ বিভিন্ন ওয়ার্ড থেকে আগত বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।

আলোচনা সভা শেষে তরিকুল ইসলামের আত্মার মাগফিরাত কামনায় দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।দোয়া ও মোনাজাত পরিচালনা করেন বাগআঁচড়া বাইতুল আমান জামে মসজিদের পেশ ইমাম শহিদুল ইসলাম।

এই বিভাগের আরও সংবাদ