ফরিদপুরে বিএনপির মনোনয়ন পেলেন শামা ওবায়েদ, নায়াব ইউসুফ ও বাবুল


নাজমুল হাসান নিরব, ফরিদপুর প্রতিনিধি:আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) সারাদেশের ২৩৭টি আসনে চূড়ান্ত প্রার্থীর নাম ঘোষণা করেছে। সোমবার (৩ নভেম্বর) সন্ধ্যায় গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আনুষ্ঠানিকভাবে প্রার্থীদের নাম ঘোষণা করেন।
ফরিদপুর জেলার চারটি নির্বাচনী আসনের মধ্যে তিনটি আসনে প্রার্থী চূড়ান্ত করেছে বিএনপি। প্রার্থীরা হলেন-ফরিদপুর-২ ( নগরকান্দা ,সালথা ও ভাঙ্গা উপজেলার আলগি ও হামিরদি ইউনিয়ন ) আসনে বিএনপির সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ ইসলাম রিঙ্কু,ফরিদপুর-৩ (সদর) আসনে কেন্দ্রীয় মহিলা দলের যুগ্ম সাধারণ সম্পাদিকা চৌধুরী নায়াব ইবনে ইউসুফ,এবং ফরিদপুর-৪ (ভাঙ্গা, সদরপুর, চরভদ্রাসন) আসনে কৃষক দলের সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বাবুল।
বিএনপির প্রয়াত মহাসচিব খন্দকার দেলোয়ার হোসেনের কন্যা শামা ওবায়েদ ইসলাম রিঙ্কু ফরিদপুর-২ আসনে দলের শীর্ষ নেতৃত্বের আস্থা অর্জন করেছেন। তিনি দীর্ঘদিন ধরে রাজনীতিতে সক্রিয় থেকে দলের সাংগঠনিক কর্মকাণ্ডে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছেন।
তিনি বলেন, “এই মনোনয়ন কেবল আমার নয়, ফরিদপুর-২ আসনের মানুষের। আমি বিশ্বাস করি, জনগণ পরিবর্তনের পক্ষে, ন্যায়ের পক্ষে এবং গণতন্ত্রের পক্ষে ভোট দেবে। বিএনপি জনগণের অধিকার ফিরিয়ে আনতে প্রতিজ্ঞাবদ্ধ, আর আমি সেই অঙ্গীকার বাস্তবায়নে সর্বশক্তি দিয়ে কাজ করব।”
তিনি আরও যোগ করেন, “আমাদের নেত্রী বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান যে আস্থা রেখেছেন, আমি তা মর্যাদা দিয়ে রক্ষা করব। ফরিদপুরের মানুষ উন্নয়ন, ন্যায়বিচার ও গণতন্ত্র চায়— আমি তাদের কণ্ঠস্বর হয়ে কাজ করব।”
ফরিদপুর-৩ আসনে বিএনপির প্রার্থী চৌধুরী নায়াব ইবনে ইউসুফ, যিনি বাংলাদেশের সাবেক মন্ত্রী ও কিংবদন্তি রাজনীতিক চৌধুরী কামাল ইবনে ইউসুফের কন্যা।
তিনি বলেন, “আমার বাবা ফরিদপুরের মানুষের জন্য আজীবন কাজ করেছেন। তার দেখানো পথেই আমি মানুষের পাশে থাকতে চাই। রাজনীতি আমার কাছে ক্ষমতা নয়, দায়িত্ব—মানুষের সেবা করার সুযোগ।”
তিনি আরও বলেন, “ফরিদপুর-৩ আসনের জনগণের সঙ্গে আমার আত্মার সম্পর্ক। আমি চাই, মানুষ যেন এই আসনে আবারও গণতন্ত্র ও উন্নয়নের রাজনীতি ফিরে পায়। বিএনপির প্রতীক ধানের শীষই সেই পরিবর্তনের প্রতীক।”
ফরিদপুর-৪ আসনে বিএনপির মনোনয়ন পেয়েছেন দলের কৃষক সংগঠনের সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বাবুল।
তিনি বলেন, “মনোনয়ন দেওয়া দলের অভ্যন্তরীণ বিষয়। আমি আমাদের মানুষকে সামনে রেখে কাজ করবো এবং জনগণের জীবনমান উন্নয়নের জন্য নিবেদিত প্রাণ। আসুন, কাঁধে কাঁধ মিলিয়ে একসাথে কাজ করি। ফরিদপুর-৪ এর মানুষের আশা ও বিশ্বাস রক্ষা করাই আমার প্রধান লক্ষ্য।”
তিনি আরও যোগ করেন, “এবারের মনোনয়ন আমাদের জন্য বড় অর্জন—দীর্ঘ ১৭ বছর পর এটি সম্ভব হয়েছে বহু আত্মত্যাগের বিনিময়ে। এখনও নানা ষড়যন্ত্র চলছে, কিন্তু আমরা ঐক্যবদ্ধ থাকলে জয় আমাদের হবেই।”
এদিকে ফরিদপুর-১ আসনে (মধুখালী, আলফাডাঙ্গা, বোয়ালমারী) বিএনপি এখনও চূড়ান্ত প্রার্থী ঘোষণা করেনি। শিগগিরই এ আসনের প্রার্থীর নাম প্রকাশ করা হবে বলে জানিয়েছেন কেন্দ্রীয় নেতারা।
				


