চট্টগ্রাম

মোগড়ায় তারেক রহমানের ৩১ দফার বার্তা পৌঁছে দিলেন কবীর আহমেদ ভূঁইয়া

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ভারপ্রাপ্ত চেয়ারম্যান জননেতা তারেক রহমান ঘোষিত রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা কর্মসূচির বার্তা ব্রাহ্মণবাড়িয়া জেলার আখাউড়া উপজেলার মোগরা ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডে পৌঁছে দিয়েছেন দলের মনোনয়ন প্রত্যাশী আন্তর্জাতিক ব্যবসায়ী, বিশিষ্ট সমাজসেবক ও ভূইয়া গ্লোবাল ফাউন্ডেশনের চেয়ারম্যান আলহাজ্ব কবীর আহমেদ ভূঁইয়া।

দিনব্যাপী এই গণসংযোগ ও মতবিনিময় কর্মসূচিতে তিনি স্থানীয় বিএনপি নেতা-কর্মী, অঙ্গ ও সহযোগী সংগঠনের প্রতিনিধিদের সঙ্গে দরুইন, নোয়াপাড়া, নয়াদিলসহ দুই নাম্বার ওয়ার্ডের বিভিন্ন গ্রামে বস্তরের জনসাধারণের সাথে মতবিনিময় করেন এবং তারেক রহমানের প্রস্তাবিত রাষ্ট্র সংস্কার কর্মসূচির বিভিন্ন দিক তুলে ধরেন।

এ সময় আলহাজ্ব কবীর আহমেদ ভূঁইয়া বলেন, “৩১ দফা শুধু একটি রাজনৈতিক ইশতেহার নয়, এটি একটি ন্যায়ভিত্তিক, জবাবদিহিমূলক ও জনগণের ক্ষমতায়নের রাষ্ট্র গঠনের জাতীয় অঙ্গীকার। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান যে গণতন্ত্র ও স্বাধীনতার ভিত্তি স্থাপন করেছিলেন, সেই আদর্শেই তারেক রহমানের নেতৃত্বে আমরা নতুন বাংলাদেশ গড়ার শপথ নিয়েছি।”

কর্মসূচির অংশ হিসেবে সকালেই তিনি দেবগ্রাম মাজহারুল হক জামিয়া উলুম মাদরাসার শিক্ষক ও ধর্মীয় নেতৃবৃন্দের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেন। নোয়াপাড়া আব্দুর রাজ্জাক চিশতিয়া দরবার শরীফের গদিনশীন পীর মাওলানা বোরহান উদ্দিনের সাথে মতবিনিময় করেন। পরে বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোস্তফা কামালের সমাধিতে পুষ্পার্ঘ্য অর্পণ ও দোয়া করেন। এ সময় তিনি স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানসহ সকল শহীদদের স্মরণ করে শ্রদ্ধা নিবেদন করেন।

দিনব্যাপী এ প্রচারণায় ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডের বিএনপি নেতা-কর্মী, যুবদল, স্বেচ্ছাসেবক দল, কৃষক দল, শ্রমিক দলসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের শতাধিক নেতা-কর্মী উপস্থিত ছিলেন।

এই বিভাগের আরও সংবাদ