অনিরাপদ অভিবাসন দূরীকরণে টিটিসি’র বিশেষ প্রশিক্ষণ প্রদান শুরু


আহছানুল আমীন জর্জ , খুলনা ব্যুরো প্রধান : আই এল ও ( ইন্টারন্যাশনাল লেবার অর্গানাইজেশন) এবং ইউরোপীয় ইউনিয়নের অর্থায়নে, বাংলাদেশ জনশক্তি ও কর্মসংস্থান ব্যুরো – এর অধীনে বি কে টিটিসি, খুলনা টিটিসি, রাজশাহী টিটিসি ও মহিলা টিটিসি থেকে বিভিন্ন অকুপেশনে দক্ষতা উন্নয়ন , প্রশিক্ষণ ও ইতালীয় ভাষা প্রশিক্ষণ প্রদান করা হচ্ছে।
চার মাস মেয়াদী উক্ত অকুপেশনগুলো হচ্ছে –
১. প্লাম্বিং এ্যান্ড পাইপ ফিটিংস্
২.ড্রাইভিং
৩. ইলেকট্রিক্যাল ইনস্টলেশন এ্যান্ড মেইনটেন্যান্স
৪. বেকারী এ্যান্ড পেস্টি
৫. ফুড এ্যান্ড বেভারেজ প্রোডাকশন
৬. ফুড এ্যান্ড বেভারেজ সার্ভিস, ইত্যাদি।
টেকনিক্যাল ট্রেনিং সেন্টার,খুলনার (টিটিসি’র) অধ্যক্ষ জিয়াউর রহমান ‘ তরঙ্গ নিউজ ‘প্রতিবেদককে বলেন, ” ইউরোপীয় শ্রম বাজারে আমাদের দেশের কর্মীদের, বিশেষ করে লিবিয়া হয়ে ভূমধ্যসাগর পাড়ি দিয়ে অনিরাপদ অভিভাষণের প্রবণতা লক্ষ্য করা যায় ; সরকার ও আইএলও’র এই উদ্যোগ সফল হলে, ইটালীর শ্রমবাজারে দক্ষ কর্মীলাভের বিশাল সুযোগের দ্বার উন্মোচিত হবে। ”
টিটিসি’র অধ্যক্ষ আরও বলেন, ” ইতোমধ্যে খুলনা টিটিসি, ৩ টি অকুপেশনে ২০ জন করে সর্বমোট ৬০ জন প্রশিক্ষণার্থীর দক্ষতা প্রশিক্ষণ ( স্কিল্ড ট্রেনিং) ও ভাষা প্রশিক্ষণ ( ল্যাংগুয়েজ ট্রেনিং) প্রদান শুরু করেছে। সেগুলো হচ্ছে — ১. ইলেক্ট্রিক্যাল ইনস্টলেশন এ্যান্ড মেইনটেন্যান্স ২. প্লাম্বিং এ্যান্ড পাইপ ফিটিংস্ এবং ৩. ড্রাইভিং ( লেভেল-৩)। “



