জামিন পেলেন চাঁপাইনবাবগঞ্জ জেলা বিএনপির সদস্য সচিব


ফেরদৌস সিহানুক (শান্ত) চাঁপাইনবাবগঞ্জঃ চেক ডিজঅনার মামলায় আদালতের নির্দেশে ব্যাংকে ২০ লাখ টাকা জমা দিয়ে জামিন পেলেন চাঁপাইনবাবগঞ্জ জেলা বিএনপির সদস্য সচিব রফিকুল ইসলাম।
আজ বুধবার দুপুরে যুগ্ম জেলা ও দায়রা জজ (১ম আদালত) আ. বা. মোঃ নাহিদুজ্জামান এর আদালতে আইনজীবীর মাধ্যমে স্বশরীরে হাজির হয়ে জামিন লাভ করেন তিনি।
এর আগে আওয়ামী লীগের দোষর খ্যাত হাম্মাদ আলীর দায়ের করা চেক ডিজঅনার মামলায় গত ২১ অক্টোবর যুগ্ম জেলা ও দায়রা জজ (১ম আদালত) আ. বা. মোঃ নাহিদুজ্জামান জেলা বিএনপির সদস্য সচিব রফিকুল ইসলাম ওরফে চাইনিজ রফিককে এক বছরের কারদান্ড, একই সঙ্গে তার দেয়া চেকে উল্লেখিত ৪০ লাখ টাকা অর্থদন্ড দেয়া হয়। রায় ঘোষণার সময় রফিকুল ইসলাম আদালতে অনুপস্থিত ছিলেন।
আসামীপক্ষের আইনজীবী নূরে আলম সিদ্দিকী আসাদ বলেন, ২১অক্টোবর আদালতের দেয়া রায়ের আলোকে আজ বুধবার দুপুরে জেলা বিএনপির সদস্য সচিব আদালতে উপস্থিত হয়ে ২০লাখ টাকা জমা দেন। পরে আদালত রায়ের বিরুদ্ধে আপীলের শর্তে তাকে জামিন প্রদান করেন।
এদিকে জামিন লাভের পর জেলা বিএনপির সদস্য সচিব মোঃ রফিকুল ইসলাম এক প্রতিক্রিয়ায় সাংবাদিকদের বলেন, আওয়ামী লীগের দোষর বহু টেন্ডারবাজির হোতা হাম্মাদ আলীর সাথে জমিজমা কেনোবেচা নিয়ে বায়নাস্বরূপ তাকে ৪টি চেক দেয়া হয়। পরে তাকে সমূদয় অর্থ প্রদান করা হলেও বিভিন্ন তালবাহানা করে চেকগুলো ফেরত না দিয়ে তিনি উল্টো আদালতে হয়রানীমূলখ মামলা করে।
তিনি আরও বলেন, তার দেয়া চেকগুলো ফেরতের জন্য ইতিপূর্বে আদালতে হাম্মাদ আলীর বিরুদ্ধে মামলা করা হয়েছে এবং ওই মামরঅর তিনি গ্রেফতারও হন। বর্তমানে মামলাটি চলমান রয়েছে। রফিকুল ইসলাম দাবি করে বলেন, ফ্যাসিষ্ট সরকারের দোষর হাম্মাদ আলীকে দলেরই কতিপয় নেতা আশ্রয়-প্রশ্রয় দিয়ে তাকে ফাঁসানোর চক্রান্ত করে যাচ্ছে।



