ক্যাম্পাস

২০০ শিক্ষার্থীকে মেরিট অ্যাওয়ার্ড দিলো জবি ছাত্রশিবির

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ১৪ ও ১৫ ব্যাচের শিক্ষার্থীদের সম্মাননা দেওয়ার লক্ষ্যে কবি মতিউর রহমান মল্লিক মেরিট অ্যাওয়ার্ড-২০২৫ আয়োজন করেছে জবি শাখা ছাত্র শিবির। এখানে প্রায় ২৫০ জন শিক্ষার্থীকে একাডেমিক কৃতিত্বের জন্য এ অ্যাওয়ার্ড প্রদান করা হয়।

গতকাল  রবিবার (২৮ অক্টোবর) দুপুর ২ টায় জবি বিজ্ঞান অনুষদ মাঠে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

ইসলামিক স্টাডিজ বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী আরিফুল ইসলাম বলেন, অনুভূতি প্রকাশ এমন একটি ব্যাপার যা এমন কোনো কলম নেই যে বলা যাবে না, এমন কোনো মুখ নেই যে বলা যাবে না। যে ছেলে ক্লাস ৬ ও ৭ এ ফেল করতাম সে বিশ্ববিদ্যালয়ে চান্স পেয়ে আজহার বিশ্ববিদ্যালয়ে চান্স পাব ভাবিনি। ছাত্র শিবির মেধাবীদের মূল্যায়ন করে। জবির সবাই মেধাবী, আমাদের যে আল্লাহ বাছাই করেছেন— আমাদের দায়িত্ব ও বেশি দিয়েছেন। আমাদের ডিন অওয়ার্ড চালু হলেও তার মূল্যায়ন হয় না।

প্রধান অতিথির বক্তব্যে জবি উপাচার্য রেজাউল করিম বলেন, আমাদের বিগত ১৭ বছর মুসলিম পরিচয় দিতে হীনমন্যতায় থাকতে হয়েছে। অন্যের কথা নয়, আমি নিজের কথা বলছি। আমরা দোয়া প্রার্থনা করি, মসজিদে গিয়ে। আল্লাহর কাছে চাওয়ার জন্য মসজিদ থেকে উত্তম জায়গা আর হয় না। বিশ্ববিদ্যালয়ে সব ধর্মের ও মতের প্রোগ্রাম ও চর্চা চলবে৷ কেউ কোনো বৈষম্যের শিকার হবে না।

ইউটিলের কেন্দ্রীয় সদস্য সচিব অধ্যাপক ড. মোহাম্মদ বিলাল হোসাইন বলেন, আমরা যখন বাঙালি পরিচয় দিয়ে সামনে আগাতে চাই তখন অন্যান্য জাতি গোষ্ঠী ভয় পেয়ে যায়। আমাদের শিক্ষাব্যবস্থা কে ভাগ করে দিয়েছে। তবে পূর্বে মাদ্রাসাগুলোতে পড়াশোনা করে বিশ্বের দরবারে তারা স্মরণীয় হয়েছিল। ১৯৪৭ সালে আমরা দেশ স্বাধীন করলেও প্রকৃত ফল আমরা ভোগ করতে পারিনি। ২৪ এর পর যদি আমাদের স্বপ্নের জায়গায় যদি না যেতে পারি তবে ২৪ ও ব্যর্থ হবে। আমি এমন একরি সমাজ প্রত্যাশা করি যেখানে সমাজে মেধাবীদের কথা শুনবে।

ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম বলেন, মতিউর রহমান মল্লিক সুস্থ সাংস্কৃতিক পরিবেশ তৈরি করতে চেয়ছিলেন। অহংকার ও জুলুমের মধ্যে দিয়ে মানুষের পতন হয়ে যায়। কারো সফলতা সকলের সার্পোটের মাধ্যমে সম্ভব। বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছি জ্ঞান অর্জনের জন্য কিন্তু আমরা ছুটছি একটি সার্টিফিকেইট নিয়ে চাকুরী করার জন্য। জ্ঞানের প্রতিযোগিতার দিক থেকে আমাদের অগ্রসর করতে হবে। পৃথিবীতে সবাই জ্ঞান অর্জন করে কিন্তু উপলব্ধি করার দিলে অগ্রসর হয় না। পশ্চাৎ সমাজ পোস্ট কনোলিয়াল থিম প্রতিষ্ঠা করেছেন। তারা মানবতা শেখায় আবার তারাই মানবতা ধ্বংস করে।

এসময় উপস্থিত ছিলেন ইউটিলের কেন্দ্রীয় সদস্য সচিব অধ্যাপক ড. মোহাম্মদ বিলাল হোসাইন, হল প্রোভোস্ট আঞ্জুমান আরা, জবি ইউটিএলের অধ্যাপক ড. আবু লায়েক, কৃষিবিড গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক আলী আফজাল। এছাড়াও বিভিন্ন বিভাগের শিক্ষক, শিক্ষার্থী ও অন্যান্য ক্রিয়াশীল ছাত্র সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এই বিভাগের আরও সংবাদ