ঝিনাইদহ

সড়ক দুর্ঘটনায় মায়ের মৃত্যু,অর্থাভাবে মেয়ের চিকিৎসা অনিশ্চিত

মানিক ঘোষ,নিজস্ব প্রতিনিধিঃ  ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার আগমুন্দিয়া গ্রামে সড়ক দুর্ঘটনায় এক নারীর মৃত্যু হয়েছে এবং গুরুতর আহত হয়েছেন তার কিশোরী মেয়ে। নিহতের নাম আলেয়া বেগম (৪০)। আহত মেয়ে মারিয়া (১৫) বর্তমানে ঢাকার পঙ্গু হাসপাতালে চিকিৎসাধীন।

পারিবারিক সূত্রে জানা গেছে, গত সপ্তাহে মা ও মেয়ে চিকিৎসার জন্য স্থানীয় একটি হাসপাতালে যাচ্ছিলেন। পথে যশোর-ঝিনাইদহ সড়কের কালীগঞ্জ এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক তাদের বহনকারী ভ্যানকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই আলেয়া বেগম মারা যান। গুরুতর আহত হন মারিয়া।

বর্তমানে মারিয়ার কোমরের দুই পাশ ও একটি হাত ভাঙা অবস্থায় পঙ্গু হাসপাতালে ভর্তি রয়েছে।

চিকিৎসকরা জানিয়েছেন, তার শারীরিক অবস্থার উন্নতির জন্য জরুরি অস্ত্রোপচার প্রয়োজন। এতে আনুমানিক তিন লাখ টাকা খরচ হবে বলে ধারণা দেওয়া হয়েছে।মারিয়ার বাবা মদো কাজী রাজমিস্ত্রির জোগালের কাজ করেন।

সীমিত আয়ের এই মানুষটি ইতোমধ্যে ধারদেনা করে প্রায় তিন লাখ টাকা ব্যয় করেছেন মেয়ের চিকিৎসায়। এখন অর্থাভাবে অপারেশন বন্ধ রয়েছে।

মদো কাজী বলেন, “আমার মেয়ের চিকিৎসার জন্য আরও টাকা দরকার। ধার করে যা সম্ভব ছিল, করেছি। এখন চিকিৎসা বন্ধ হয়ে গেছে। মেয়েকে বাঁচাতে আমি সমাজের সহৃদয় মানুষের সাহায্য চাই।স্থানীয় বাসিন্দা আকতার হোসেন জানান, পরিবারটি অত্যন্ত দরিদ্র।

গ্রামের কয়েকজন মিলে কিছু অর্থ সহায়তা করা হয়েছে, তবে চিকিৎসার পুরো ব্যয় বহন করা সম্ভব নয়।কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রেজওয়ানা নাহিদ বলেন, “দুর্ঘটনায় আহত মেয়েটির বিষয়টি আমাদের জানা আছে।

সরকারি সহায়তার আওতায় চিকিৎসায় প্রয়োজনীয় সহযোগিতা দেওয়ার উদ্যোগ নেওয়া হবে।এ দিকে মদো কাজীর পরিবার এখন সমাজের সহৃদয় মানুষের সহায়তার অপেক্ষায় আছেÑযাতে মেয়ে মারিয়া পুনরায় স্বাভাবিক জীবনে ফিরতে পারে।

এই বিভাগের আরও সংবাদ