শীর্ষ নিউজ

বিমানবন্দরে অগ্নিকাণ্ড: তদন্তের জন্য ৪ দেশের বিশেষজ্ঞদের আমন্ত্রণ

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজে অগ্নিকাণ্ডের বিষয়ে তদন্তের জন্য বিদেশি বিশেষজ্ঞদের আমন্ত্রণ জানানো হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লে. জে. (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।

শনিবার (২৫ অক্টোবর) সকালে বিমানবন্দরের ক্ষতিগ্রস্ত কার্গো ভিলেজ ও ই-গেট পরিদর্শন শেষে প্রেস ব্রিফিংয়ে এই কথা জানান তিনি।

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘বিমানবন্দরের কার্গো ভিলেজের অগ্নিকাণ্ডে কোনো অব্যবস্থাপনা ছিল কি না, খতিয়ে দেখতে চারটি দেশের বিশেষজ্ঞদের দিয়ে তদন্ত করার উদ্যোগ নেয়া হয়েছে। তদন্তের অস্ট্রেলিয়া, চীন, ইংল্যান্ড ও তুর্কির বিশেষজ্ঞদের আমন্ত্রণ জানানো হয়েছে। তারা তদন্ত করে আগুন লাগার কারণটা কী, এর সঙ্গে কে দায়ী এটা বের করতে পারবেন।’

বিমানবন্দরের কার্গো ভিলেজের অগ্নিকাণ্ড একটি দুর্ঘটনা উল্লেখ করে তিনি জানান, বিমানবন্দরের নিজস্ব ফায়ার সার্ভিসের চারটি ইউনিট দ্রুত আগুন নেভানোর কাজ করলেও, আগুন ছড়িয়ে যাওয়ায় নিয়ন্ত্রণে আনতে সময় লেগেছে।

আরও পড়ুন: সাম্প্রতিক আগুনের ঘটনায় উদ্বিগ্ন বিদেশি ক্রেতারা, ঝুঁকি প্রতিরোধে বিজিএমইএর বিশেষ সতর্কতা

রেমিটেন্স যোদ্ধাদের জন্য শিগগিরই বিমানবন্দরের ই-গেট খুলে দেয়া হবে জানিয়ে জাহাঙ্গীর আলম বলেন, ‘তাদের জন্য পাসপোর্ট ফি কমানো হবে।’

প্রসঙ্গত, শনিবার (১৮ অক্টোবর) হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ফায়ার সার্ভিস, সেনা, নৌ ও বিমানবাহিনী এবং বিজিবির সাড়ে সাত ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। গত কয়েকদিন ধরে স্বল্প পরিসরে আমদানি পণ্য খালাসের কাজ চলছে।

অগ্নিকাণ্ডে ১২ হাজার কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেছে এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ইএবি)।

এই বিভাগের আরও সংবাদ