ময়মনসিংহ

ঈশ্বরগঞ্জে সিএনজি ও পিকাআপভ্যানের মুখোমুখি সংঘর্ষে নিহত ২, আহত ২

মো. ইসহাক, ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধিঃ ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে পিকআপভ্যান ও সিএনজির মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত ও একজন আহত হয়েছেন। এ দুর্ঘটনাটি ঘটেছে শুক্রবার উপজেলার রাজিবপুর ইউনিয়নের হরিপুর বেপারী পাড়া এলাকায়।

স্থানীয় এলাকাবাসী পুলিশ সুত্রে জানা যায়, ময়মনসিংহের ত্রিশাল থেকে উচাখিলা গামী যাত্রীবাহী একটি সিএনজি ও রাজিবপুর ইউনিয়নের হরিপুর বেপারী পাড়া নামক স্থানে পৌঁছলে বিপরীত দিক থেকে আসা একটি গরু বোঝাই পিকআপের সাথে মুখোমুখি সংঘর্ষে উচাখিলা ইউনিয়নের চর আলগী গ্রামের মৃত ওয়াহেদ আলীর পুত্র এবাদুল হক (৫৫) ঘটনাস্থলেই মারা যায়। তার স্ত্রী সাজেদা খাতুন (৪৫) কে আশংখাজনক অবস্থায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পর তিনিও মারা যান।

এ দুর্ঘটনায় আরো দুইজন আহত হয়েছেন। আহতরা হলেন, সিএনজি চালক বাদল মিয়া (৪০) এবং নিহতের নাতি নাঈম (৫) গুরুতর আহত অবস্থায় আইসিও তে ভর্তি রয়েছেন।

এবিষয়ে ঈশ্বরগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ ওবায়দুর রহমান জানান, দুর্ঘটনাস্থল থেকে নিহত এবাদুল হকের লাশ উদ্ধার করে থানায় আনা হয়েছে। ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে লাশ হস্তান্তর করা হবে। এবিষয়ে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।

এই বিভাগের আরও সংবাদ