খুলনা
খুলনায় অগ্নিকান্ড ; জামায়াত কার্যালয়সহ ৭ দোকান ভস্মীভূত


খুলনা ব্যুরো : খুলনার খালিশপুরে সংঘটিত আগুনে ৯ নম্বর ওয়ার্ড জামায়াতের কার্যালয়, ইজিবাইক চার্জিং স্টেশনসহ সাতটি দোকান পুড়ে গেছে।
২৩ অক্টোবর বৃহস্পতিবার দুপুর ২টার দিকে খুলনা মহানগরীর খালিশপুরস্থ মুজগুন্নী আবাসিক এলাকার ১৯ নম্বর সড়কে উক্ত দুর্ঘটনা ঘটে। ফায়ার সার্ভিসের ৬টি ইউনিট আধা ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
আগুনে গ্যারেজে থাকা দুটি ইজিবাইক, একটি রিকশা, একটি মোটরসাইকেল, দুটি ফ্রিজ, ৯ নং ওয়ার্ড জামায়াতের কার্যালয় এবং মুদি দোকান সম্পূর্ণ পুড়ে গেছে। আগুনে মিলন নামের এক যুবক দগ্ধ হন। তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক মাসুদ সরদার বলেন , বৃহস্পতিবার দুপুর ২টার দিকে মুদি দোকানের সামনে বৈদ্যুতিক তার থেকে আগুনের সূত্রপাত হয়। আগুনে ৭টি দোকান ও মালামাল পুড়ে গেছে।



