দখল-দূষণের কবল থেকে খুলনার রূপসা, ভৈরব ও ময়ূর নদকে বাঁচাতে হবে


আহছানুল আমীন জর্জ, খুলনা ব্যুরো প্রধান : খুলনার ভৈরব, রূপসা এবং ময়ূূর নদীগুলো ভয়াবহ দূষণ ও দখলের শিকার, যা পরিবেশের জন্য মারাত্মক বিপযয় সৃষ্টি করছে। অপরিকল্পিতভাবে নদ- নদী, খাল খননের কারণে নাব্যতা কমে গেছে এবং জলজ জীবন ও পরিবেশের ক্ষতি হচ্ছে।
অনেক ক্ষেত্রে, ময়ূর, রূপসা ও ভৈরব নদীর অবস্থা ঢাকার বুড়িগঙ্গার মতো ভয়াবহ হওয়ার আশঙ্কা করা হচ্ছে। পরিবেশবিদরা নদীর বিভিন্ন অংশের পানি পরীক্ষা করে পেয়েছেন আশঙ্কাজনক মাত্রার দূষিত পানির প্রমাণ। নদী সংলগ্ন এলাকায় কলকারখানা, হাসপাতাল, ঘর-বাড়ি, ঝুলন্ত টয়লেট এবং দোকানপাটের নিত্যদিনের বর্জ্য এ তিন নদ-নদীর পানিতে দ্রবীভূত অক্সিজেনের মাত্রা কমিয়ে ফেলছে।
একইসঙ্গে পানিতে ক্ষার ও অম্লের পরিমাণও বাড়ছে। দেশ স্বাধীনের পর থেকে খুলনায় নদী ও খাল দখলে চলছে মহোৎসব। প্রতিনিয়ত দূষণ ও দখল দারিত্বের মহোৎসবে নদী একদিকে যেমন সংকুচিত হয়ে আসছে, অন্যদিকে নদীর পানি ব্যাপক দূষণের কবলে পড়ে ক্রমেই বিষাক্ত হয়ে উঠছে। বিশেষ করে নগরীর দৌলতপুর-খালিশপুর এলাকায় পদ্মা, মেঘনা ও যমুনা নামে বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের তিনটি তেলের ডিপোর ধোয়া-মোছার পর তেলযুক্ত পানি সরাসরি চলে যাচ্ছে ভৈরব নদে ও রূপসা নদীতে। জনউদ্যোগ খুলনার সংবাদ সম্মেলনে লিখিত বক্তৃতায় এসব কথা বলেন নেতৃবৃন্দ।
২৩ অক্টোবর বৃহস্পতিবার বেলা সাড়ে ১২ টায় জনউদ্যোগ,খুলনার উদ্যোগে খুলনা সিভিল সোসাইটির মিলনায়তনে রূপসা, ভৈরব ও ময়ূর নদসহ ২২টি খালের দূষণ ও অবৈধ স্থাপনা উচ্ছেদের দাবিতে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য রাখেন জনউদ্যোগ খুলনার নারী সেলের আহবায়ক এ্যাডভোকেট শামীমা সুলতানা শীলু। সাংবাদিকদের প্রশ্নের উত্তর দেন জনউদ্যোগ,খুলনার সদস্য সচিব সাংবাদিক মহেন্দ্রনাথ সেন।
এ সময় উপস্থিত ছিলেন খুলনা সিভিল সোসাইটির আহবায়ক এস এম শাহনাওয়াজ আলী, বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন সংস্থার সমন্বয়কারি এড, মোমিনুল ইসলাম, জনউদ্যোগ খুলনার আহবায়ক শিক্ষক মানস রায়, দক্ষিণ অঞ্চল উন্নয়ন পরিষদের মহাসচিব ইঞ্জিনীয়ার রুহুল আমিন হাওলাদার, আমরা বৃহত্তর খুলনাবাসীর সহ-সভাপতি সরদার আবু তাহের, সুরখালি ইউনিয়নের সাবেক চেয়ারম্যান কামরুল ইসলাম সীপার, প্রবীণবান্ধব সংস্থার এম এ সবুর, দীপু ফাইন্ডেশনের সমন্বয়কারি পল অসীম বিশ্বাস, সাংবাদিক সাগর সরকার প্রমুখ।
বক্তারা বলেন, প্রভাবশালীরা বিভিন্ন কলাকৌশলে ও আদালতে বিভিন্ন মামলা দিয়ে তাদের কার্যক্রম চালিয়ে যাচ্ছে। এভাবে চলছে বছরের পর বছর। সর্বশেষ ভূ-সম্পত্তি জবরদখল বিষয়ে অভিযোগ গ্রহণ ও তদন্ত সংক্রান্ত কার্যক্রম মনিটরিং কমিটি আগের বড় তালিকা থেকে ভৈরব ও রূপসা তীরের ভূমিদস্যুদের তালিকা প্রণয়ন করে। তালিকায় নামিদামি একাধিক চিংড়িভিত্তিক ফ্যাক্টরি, বরফকল, স-মিল, ম্যাচ ফ্যাক্টরি, পাথর ভাঙা কারখানাসহ বিভিন্ন প্রতিষ্ঠান রয়েছে।
বক্তারা বলেন, মহানগরীর জলাবদ্ধতা নিরসনকল্পে ময়ূর নদী খননের পাশাপাশি রূপসা ও ভৈরব নদেরও নাব্যতা বৃদ্ধি করা দরকার। নগর সংলগ্ন নদীগুলির নাব্যতা হ্রাস পাওয়ায় জোয়ারের সময় পানি নিস্কাশন বাঁধাগ্রস্থ হচ্ছে । এই সংকট থেকে উত্তরণের জন্য পানি উন্নয়ন বোর্ডের সময়োপযোগী পদক্ষেপ দরকার।



