পটুয়াখালী

নির্বাচন সামনে রেখে রাঙ্গাবালীতে ইসলামী আন্দোলনের গণসমাবেশ

এম এ ইউসুফ আলী, রাঙ্গাবালী (পটুয়াখালী) প্রতিনিধি: আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার বড়বাইশদিয়া ইউনিয়নে ইসলামী আন্দোলন বাংলাদেশের উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে এক বিশাল গণসমাবেশ।

বুধবার (২২ অক্টোবর) বিকেলে তক্তাবুনিয়া বাজারে এ সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত ১১৩ পটুয়াখালী-৪ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী আলহাজ্ব অধ্যাপক মোস্তাফিজুর রহমান।

সমাবেশে সভাপতিত্ব করেন ইসলামী আন্দোলন বাংলাদেশ বড়বাইশদিয়া ইউনিয়ন নির্বাচনী পরিচালনা কমিটির আহ্বায়ক জনাব মো.আমির হোসেন তালুকদার ।

এ সময় বক্তব্য রাখেন আসনভিত্তিক নির্বাচন পরিচালনা কমিটি, ১১৩ পটুয়াখালী-৪ এর সমন্বয়কারী মাওলানা হেদায়েতুল্লাহ জিহাদী সহ অন্যান্যরা।

ইসলামী আন্দোলন বাংলাদেশ রাঙ্গাবালী উপজেলা শাখার প্রধান উপদেষ্টা মোঃ আমির হোসেন মোল্লা, ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ রাঙ্গাবালী উপজেলার সভাপতি এম এ ইউসুফ আলী, ইসলামী আন্দোলন বাংলাদেশ বড়বাইশদিয়া ইউনিয়ন শাখার সভাপতি মুফতি শাহাদাত হোসেন, ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ বড়বাইশদিয়া ইউনিয়ন শাখার সভাপতি এইস এম রেদোয়ান তালুকদার, ইসলামী আন্দোলন বাংলাদেশ মহিপুর থানার সাধারণ সম্পাদক মোঃ মিল্লাত প্রমূখ।

বক্তারা বলেন, দেশে সুশাসন ও ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠায় ইসলামিক আদর্শের বিকল্প নেই। ইসলামী আন্দোলন জনগণের ভোটাধিকার ও নৈতিক নেতৃত্ব প্রতিষ্ঠার সংগ্রাম চালিয়ে যাচ্ছে। তারা আরও বলেন, দেশের বর্তমান রাজনৈতিক অস্থিরতা ও দুর্নীতির বিরুদ্ধে জনগণকে ঐক্যবদ্ধভাবে ইসলামী আন্দোলনের পতাকাতলে আসতে হবে।

গণসমাবেশে উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে হাজারো নেতা-কর্মী ও সাধারণ মানুষ অংশ নেন। বক্তারা আসন্ন নির্বাচনে ইসলামী আন্দোলনের প্রার্থীকে বিজয়ী করতে মাঠে থেকে কাজ করার আহ্বান জানান।

এই বিভাগের আরও সংবাদ