গাজীপুর

সপ্তম আন্তগ্রাম ফুটবল টুর্নামেন্ট ২০২৫ ফাইনাল খেলা অনুষ্ঠিত

কিশোর ডি কস্তা: শুক্রবার ১৯ সেপ্টেম্বর গাজীপুর জেলার কালীগঞ্জ থানার অন্তর্গত রাঙ্গামাটিয়া মিশন স্কুল মাঠে অনুষ্ঠিত হলো ৭ম আন্তগ্রাম ফুটবল টুর্নামেন্ট ২০২৫ এর ফাইনাল খেলা। উক্ত ফাইনাল খেলায় ছোট সাতানী পাড়া ব্লক ও রাঙ্গামাটিয়া পশ্চিমপাড়া ব্লক অংশ গ্রহণ করেন।

ফাইনাল খেলায় ছোট সাতানীপাড়া ১-০ গোলে রাঙ্গামাটিয়া পশ্চিমপাড়া ব্লক কে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেন । উক্ত টুর্নামেন্টে মোট ৮টি গ্রাম অংশগ্রহণ করে। রাউন্ডলীগ পদ্ধতিতে এই দুই গ্রাম এর ফুটবল টীম উক্ত ফাইনাল খেলায় উন্নীত হয়েছে।

উক্ত ফাইনাল খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাংগামাটিয়া মিশন এর পাল পুরোহিত আলভিন গমেজ।সভাপতিত্ব করেন মিথুন কস্তা, রাঙ্গামাটিয়া মিশন খ্রীষ্টান যুব সমিতি।

ফাইনাল খেলার মঞ্চে আরও উপস্থিত ছিলেন উক্ত টুর্নামেন্ট পরিচালনা কমিটির আহবায়ক মি: শংকর প্যাট্রিক ডি কস্তা, সঞ্চয় ডি কস্তা, সভাপতি, রাঙ্গামাটিয়া খ্রীস্টান সমবায় সমিতি,,উজ্জ্বল রিবেরু, কাজল ডি কস্তা, ডিরেক্টর,দি মেট্রোপলিটন খ্রীস্টান হাউজিং সোসাইটি লিমিটেড,বিদ্যুৎ রিবেরু, ঢাকাস্থ্ রাঙ্গামাটি মিশন সমবায় সমিতি।

খেলা শেষে অতিথিগন ম্যান অফ দ্যা ফাইনাল চ্যাম্পিয়ন দলের রিমেল পিরিচ সেরা গোলকিপার কাব্য কস্তা, সা-রা-দে গ্রামের খেলোয়াড় সেরা গোলদাতা প্রিনাস কোড়াইয়া ও সেরা উদীয়মান তরুণ খেলোয়াড় অর্ঘ কোড়াইয়ার পুরস্কার তুলে দেন ।

পরিশেষে ছোট সাতানী পাড়া যুবকল্যান সংঘের পক্ষ থেকে বর্তমান সভাপতি সম্রাট গমেজ,টীম ম্যানেজার জনি কস্তা নিক্সন কস্তা, কাজল ডি কস্তা ও সাবেক সভাপতি অভি ডি কস্তা, ও রাংগামাটিয়া মিশন টীম এর একসময়ের সারা জাগানো খেলোয়াড় ছোট সাতানী পাড়া ফুটবল টীম এর সাবেক সেরা খেলোয়াড় কিশোর ডি কস্তা টিম চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করায় সবাইকে ধন্যবাদ জানান।

ফাইনাল খেলায় কয়েক হাজার নারী-পুরুষ বাদ্যবাজনা ভ্যেপু, বাঁশী নিয়ে উপস্থিত হয়ে মাঠে খেলা উপভোগ করেন ও নিজ নিজ টিমের খেলোয়াড়দের উৎসাহ দিতে তারা নেচে-গেয়ে আনন্দ করেন।

এই বিভাগের আরও সংবাদ