খালেদা জিয়ার আরোগ্য কামনায় ইউরোপে বিএনপির ভার্চুয়াল আলোচনা ও দোয়া মাহফিল

0
110

মোসাদ্দেক হোসেন সাইফুল,ফ্রান্স থেকে: করোনা সংকটময় পরিস্থিতির কারণে দোয়া ও ভার্চুয়াল আলোচনার মধ্য দিয়ে বিএনপি চেয়াপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ৭৬তম জন্মদিন উদযাপিত হয়েছে ।

এ উপলক্ষে তার আরোগ্য ও দীর্ঘায়ু কামনায় দলের পক্ষ থেকে বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক এবং ইউরোপে দায়িত্ব প্রাপ্ত বিএনপির সাংগঠনিক সিনিয়র নেতা মাহিদুর রহমানের আয়োজনে ও সঞ্চালনায় এ ভার্চুয়াল আলোচনা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয় ।

উক্ত সভায় অংশগ্রহণ করেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক আনোয়ার হোসেন খোকন,যুক্তরাজ্য বিএনপির সভাপতি এবং বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য এম, এ মালেক,সুইডেন বিএনপির সাবেক সভাপতি এবং প্রধান উপদেষ্টা মহিউদ্দিন আহমেদ জিন্টু সহ ইউরোপের বিভিন্ন দেশের বিএনপি নেত্রীবৃন্দ উক্ত আলোচনা সভা ও দোয়ায় অংশগ্রহণ করেন ।

আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন যুক্তরাজ্য বিএনপি সহ সভাপতি আবিদ রাজা,রিয়ার এডমিরাল এম,এ খান ফাউন্ডেশনের সভাপতি সাদিক আহমেদ এবং সাংস্কৃতিক সম্পাদক হাবিবুর রহমান হাবিব,ফ্রান্স বিএনপি সভাপতি সৈয়দ সাইফুর রহমান,সাধারণ সম্পাদক এম,এ তাহের,জাতীয়তাবাদী মহিলা দল কেন্দ্রীয় কমিটির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদিকা মমতাজ আলো,ফ্রান্স বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক রেজাউল করিম রেজা এবং জাতীয়তাবাদী মহিলা দল কেন্দ্রীয় কমিটির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদিকা শামিমা আক্তার রুবি,জার্মান বিএনপি সভাপতি আলহাজ্ব আকুল মিয়া,সাধারণ সম্পাদক জনাব গনি সরকার,প্রথম যুগ্ম সাধারণ সম্পাদক মোস্তাক খান,যুক্তরাষ্ট্র বিএনপির সাবেক সভাপতি সরাফত হোসেন বাবু,ইতালি বিএনপি সহ সভাপতি আমিনুল ইসলাম সালাম,সাধারণ সম্পাদক নাসির উদ্দীন ঢালী,সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক শাহ মোঃ তৌহিদ কাদের,সহ সাধারণ সম্পাদক আল আমিন বিশ্বাস,সাংগঠনিক সম্পাদক মান্নান হীরা,সহ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদিকা ফাহিমা আক্তার মুকুল,সুইডেন বিএনপি সাবেক সভাপতি এবং প্রধান উপদেষ্টা মহিউদ্দিন আহমেদ জিন্টু,বর্তমান সভাপতি এমদাদ হোসেন কচি,সাধারন সম্পাদক নাজমুল আবেদীন মোহন,ডেনমার্ক বিএনপি সভাপতি গাজি মনির আহমেদ,সাধারণ সম্পাদক ওমর ফারুক,ফিনল্যান্ড বিএনপি সভাপতি কামরুল হাসান জনি,সাধারণ সম্পাদক জুলফিকার আশরাফ সাগর,শামসুল গাজি,শামিম মোহাম্মদ,বেলজিয়াম বিএনপির সভাপতি আহমেদ সাজা,সহ সভাপতি সাইদুর রহমান লিটন,সাধারণ সম্পাদক ইকবাল হোসেন বাবু,প্রথম যুগ্ম সাধারণ সম্পাদক আলম হোসেন,গ্রিস বিএনপি সভাপতি মোকলেসুর রহমান এবং গ্রিস জাসাস সভাপতি মোহাম্মদ আলী চৌধুরী,আয়ারল্যান্ড বিএনপির সভাপতি হামিদুল নাসির এবং সাধারণ সম্পাদক কবির আহমেদ,স্পেন বিএনপি ভারপ্রাপ্ত সভাপতি মোজাম্মেল হক মনু,ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক এম,এইচ সোহেল ভূঁইয়া,সাংগঠনিক সম্পাদক আবু জাফর রাসেল,অস্ট্রিয়া বিএনপির সাবেক সভাপতি ফজলুর রহমান বকুল,সর্বজনাব নেয়ামুল বসির,এনামুল হক আব্দুল্লাহ রানা,হাজি মোশারফ হোসেন,এহসানউল্লা আলমগীর,হানিফ ভূঁইয়া,মাসুদুর রহমান মাসুদ,পর্তুগাল বিএনপি প্রতিষ্ঠাতা আহবায়ক এবং প্রধান উপদেষ্টা মাজাহারুল ইসলাম মোমেন,সুইজারল্যান্ড বিএনপি সাবেক সভাপতি আলহাজ্ব মিজানুর রহমান,কবির মোল্লা,আনোয়ার শেখ,ইসমাইল হোসেন কাউসার,মাহাবুবুর রহমান,মাহাবুবুর রহমান অসীম,নরওয়ে বিএনপির সাধারণ সম্পাদক মমিনুর রহমান জুনেদ,নেদারল্যান্ড বিএনপি সভাপতি শরিফ উদ্দীন,
মালয়েশিয়ার বিশিষ্ট কলামিস্ট এবং চট্রগ্রাম বিশ্ববিদ্যালয় এর অধ্যাপক শাহ আলম প্রমুখ।

আলোচনায় বক্তারা বলেন বাংলার ইতিহাসে বেগম খালেদা জিয়ার অবস্থান এক অনন্য উচ্চতায়। তিনি গণতন্ত্রের জন্য লড়াই সংগ্রাম করে বিজয়ী হয়েছেন। বিগত গ্রহণযোগ্য নির্বাচনগুলোতে তিনি কখনো পরাজিত হননি।
দেশের স্বার্থ সমুন্নত রাখা ও মানুষের অধিকার প্রতিষ্ঠায় আপোষহীন ছিলেন বলেই বেগম খালেদা জিয়াকে পুরো পরিবারসহ অবর্ণনীয় নির্যাতন সহ্য করতে হয়েছে ।

আলোচনা সভায় তারেক রহমানের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা,আরাফাত রহমান কোকোর আত্মার মাগফেরাত কামনা এবং দেশ ও জাতির কল্যান ও করোনামুক্তি কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করেন গাজী মনির ।