ভোলায় বাজার মনিটরিং করলেন উপজেলা প্রশাসন, কারসাজি করলেই ব্যবস্থা

0
60

ইয়ামিন হোসেন:পবিত্র মাহে রমজান উপলক্ষে ভোলায় নিত্যপ্রয়োজনীয় বাজার মনিটরিং করেছে উপজেলা নির্বাহী অফিসার সজল চন্দ্র।

১১ই মার্চ বিকালে ভোলা শহরের চকবাজার, কাঁচাবাজার, খালপাড় রোড, নতুনবাজারে ভোক্তা অধিকারের সহকারী পরিচালক মাহমুদুল হাসান কে সাথে নিয়ে তিনি এ মনিটরিং করেন।

বাজার মনিটরিং এর সময় সদর উপজেলা নির্বাহী অফিসার সজল চন্দ্র বলেন, পবিত্র রমজান উপলক্ষে কোন ব্যবসায়ী যদি পণ্যর দাম অতিরিক্ত রাখে এবং কোন প্রকার কারসাজি করে তাহলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। নিয়মিত এ অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

এ সময় তিনি দোকানের সার্টারের বাহিরে টেবিল বসিয়ে মালামাল বিক্রিতে নিষেধ করেন এবং আজকের পর দোকানের বাহিরে মালামাল রেখে বিক্রি করে মানুষের চলাচলে বিঘ্ন ঘটালে ব্যবস্থা নেওয়ার হুশিয়ারী দিয়েছেন।

বাজার মনিটরিং এর সময় আরো উপস্থিত ছিলেন পৌর ৭নং ওয়ার্ডের কাউন্সিলর শাহে আলম, ৫নং ওয়ার্ডের কাউন্সিলর ইরফানুর রহমান মিঠুনপ্রমুখ।