মাগুরায় ছাত্রদলের আনন্দ মিছিল

0
166

মতিন রহমান, মাগুরা :বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সাবেক সহ-সভাপতি খুলনার কৃতিসন্তান আলহাজ্ব রফিকুল ইসলাম বকুল জাতীয়তাবাদী দল বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির ছাত্র বিষয়ক সম্পাদক মনোনীত হওয়ায় আনন্দ মিছিল করেছে মাগুরা জেলা ছাত্রদল। সাবেক ছাত্রনেতা আলহাজ্ব রফিকুল ইসলাম বকুল খুলনা-৪ আসনের সংসদ নির্বাচনে বিএনপির দলীয় প্রার্থী ছিলেন।

শুক্রবার দুপুরে ছাত্রদলের আয়োজনে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে আনন্দ মিছিলটি শুরু হয়ে ভায়নার মোড়ে গিয়ে সংক্ষিপ্ত এক সমাবেশের মাধ্যমে শেষ হয়।

এ সময় সমাবেশে উপস্থিত জেলা ছাত্রদলের সংগ্রামী সাধারণ সম্পাদক এস,এম,আবু তাহের সবুজ, যুগ্ম সাধারণ সম্পাদক ফাহিম মুন্তাছির শান্ত, যুগ্ম সাধারণ সম্পাদক সুমন, যুগ্ম সাধারণ সম্পাদক জনি মোল্যা, থানা ছাত্রদলের আহবায়ক মাহফুজ হাসান, পৌর ছাত্রদলের সদস্য সচিব নবীর, মোহাম্মাদপুর থানা ছাত্রদলের সদস্য সচিব রজব আলী, শ্রীপুর থানা ছাত্রদলের যুগ্ম আহবায়ক মোঃ হাসানসহ নেতৃবৃন্দ তাকে শুভেচ্ছা জানিয়ে বক্তব্য রাখেন।