জামালপুরে ৪০০বস্তার সিমেন্ট বোঝাই ট্রাক ব্রিজ ভেঙ্গে খাদে, যোগাযোগ বিচ্ছিন্ন

0
101

আবু সায়েম মোহাম্মদ সা’-আদাত উল করীম: জামালপুর জেলার সরিষাবাড়ী উপজেলার ব্রাহ্মণজানি বাজার এলাকায় বেইলি ব্রিজ ভেঙে ৪০০বস্তা সিমেন্ট বোঝাই ট্রাক খাদে পড়ে গেছে। ৩ নভেম্বর, বুধবার ভোর রাতে সিরাজগঞ্জের কাজিপুর উপজেলার সীমান্তবর্তী সরিষাবাড়ী-মালিপাড়া-কাজিরপুর-মুনসুরনগর প্রধান সড়কে এই দূর্ঘটনা ঘটে। ঘটনায় চালক এবং হেলপার গুরুতর আহত হয়েছেন। তাদেরকে সরিষাবাড়ী হাসপাতালে ভর্তি করা হয়েছে ।জানা গেছে ৫টনের ধারণ ক্ষমতা সম্পন্ন ব্রীজটি ট্রাকে ৫টনের বেশি সিমেন্ট লোড করায় ব্রিজটি ভেঙ্গে যাওয়ায় পর থেকেই সড়ক যোগাযোগ বন্ধ হয়ে গেছে।

স্থানীয় একাধিক সূত্রে জানান যায়, জামালপুর থেকে অতিরিক্ত সিমেন্ট বোঝাই (৪০০শত বস্তা নিয়ে) ট্রাকটি সরিষাবাড়ী উপজেলার ব্রাহ্মণজানি বাজার এলাকায় দিয়ে বিজ্রের উপর আসলেই ব্রিজটি ভেঙ্গে পরে।

এই বিষয়ে জামালপুর সড়ক ও জনপথ বিভাগের (সওজ) নির্বাহী প্রকৌশলী খায়রুল বাশার মোহাম্মদ সাদ্দাম হোসেন গণমাধ্যমকে জানান, অতিরিক্ত মালামাল বোঝাই করে ট্রাক যাওয়ার কারণে ব্রিজটি ভেঙে পড়েছে। আমরা ব্রিজটি মেরামতের জন্য লোক পাঠিয়েছি, যত দ্রুত সম্ভব এটা মেরামত করা হবে।