৫ উইকেট হারিয়ে চাপে উইন্ডিজ

0
115

ওয়েস্ট ইন্ডিজের আরও একটি উইকেট শিকার করলেন টাইগাররা। ১২.৪ ওভারে ৬২ রানে ৫ উইকেট হারায় ক্যরিবীয়রা। ১৬ বলে ৮ রান করে রিটায়ার্ড হার্ট হয়ে ফেরেন উইন্ডিজ অধিনায়ক কায়রন পোলার্ড। ব্যাটসম্যানরা আসা-যাওয়ার মিছিলে অংশ নেওয়ায় চাপের মধ্যে পড়েছে ওয়েস্ট ইন্ডিজ।

মোস্তাফিজের পর ওয়েস্ট ইন্ডিজ শিবিরে মেহেদি হাসানের জোড়া আঘাত। এভিন লুইসকে সাজঘরের পথ দেখান কাটার মাস্টার মোস্তাফিজ।

শুক্রবার আরব আমিরাতের শারজা ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে ওয়েস্ট ইন্ডিজকে প্রথমে ব্যাটিংয়ে পাঠায় বাংলাদেশ দল।

বাংলাদেশ: মোহাম্মদ নাঈম, লিটন দাস, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ, আফিফ হোসেন, সৌম্য সরকার, মেহেদি হাসান, শরিফুল ইসলাম, তাসকিন আহমেদ ও মোস্তাফিজুর রহমান।