সুষ্ঠু নির্বাচন হলে জামায়াত কখনই জিতবে না: হর্ষবর্ধন শ্রিংলা


বাংলাদেশে অবাধ ও সুষ্ঠু নির্বাচন হলে জামায়াতে ইসলামী কখনোই ক্ষমতায় আসতে পারবে না বলে মন্তব্য করেছেন ভারতের সাবেক হাইকমিশনার ও বর্তমান রাজ্যসভার সদস্য হর্ষবর্ধন শ্রিংলা। শুক্রবার(২৩ জানুয়ারি) পশ্চিমবঙ্গের দার্জিলিংয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এই মন্তব্য করেন।
শ্রিংলা বলেন, যদি কোনো বিশেষ গোষ্ঠী জামায়াতে ইসলামীকে ক্ষমতায় বসাতে চায় তবেই কেবল কারচুপির মাধ্যমে তাদের জয় সম্ভব। বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে জামায়াতের জনসমর্থন কখনোই ৫ থেকে ৭ শতাংশের বেশি ছিল না এবং সেই বাস্তবতায় তাদের এককভাবে বিজয়ী হওয়ার কোনো সুযোগ নেই। এছাড়া স্বাভাবিক গণতান্ত্রিক প্রক্রিয়ায় জামায়াতের মতো দলের বড় কোনো সাফল্যের নজির ইতিহাসে নেই।
বাংলাদেশের ত্রয়োদশ জাতীয় নির্বাচন নিয়ে হর্ষবর্ধন শ্রিংলা গভীর অনিশ্চয়তা প্রকাশ করে বলেন, ভারত বারবার বাংলাদেশে একটি অবাধ ও অংশগ্রহণমূলক নির্বাচনের কথা বললেও বাস্তবে এখনো তেমন কোনো পরিবেশ তৈরি হয়নি। বর্তমান পরিস্থিতিতে সেখানে আদৌ সময়মতো নির্বাচন হবে কি না তা নিয়ে বড় ধরনের প্রশ্ন রয়েছে বলে তিনি মনে করেন। বিশেষ করে দেশটির বর্তমান নিরাপত্তা ব্যবস্থা এবং রাজনৈতিক অস্থিরতা নির্বাচনের পথে বড় বাধা হয়ে দাঁড়িয়েছে।



