ভোলার মেঘনায় ধরা পড়লো ৪০ কেজি ওজনের কচ্ছপ


ইয়ামিন হোসেন, ভোলা: ভোলার দৌলতখানের মেঘনা নদীতে জেলেদের জালে ধরা পড়েছে প্রায় ৪০ কেজি ওজনের একটি বিশাল আকৃতির কচ্ছপ। বিরল প্রজাতির এই কচ্ছপটি একনজর দেখতে ভীড় জমান স্থানীয়রা। পরে সেটিকে মেঘনা নদীতে অবমুক্ত করা হয়।
শুক্রবার (২৩ জানুয়ারি) সকালে দৌলতখানের মেদুয়া ইউনিয়নের মাঝির হাট মাছঘাট এলাকায় কচ্ছপটি নিয়ে আসেন শাকিল মাঝি নামের এক জেলে।
তিনি জানান, প্রতিদিনের মতো শুক্রবার সকালে ৪ জন মাঝিমাল্লা নিয়ে তিনি নদীতে মাছ ধরতে যান। জাল টেনে মাছ ধরার সময় তার জালে আটকা পরে বিশালাকৃতির কচ্ছপটি। প্রথমে বড় কোনো মাছ ভেবে জাল তুলতে গেলে ভিন্ন কিছু বুঝতে পারেন তিনি। পরে জাল তুলে দেখা যায় একটি বড় আকৃতির কচ্ছপ জালে পেঁচিয়ে আছে। এরপর অন্য মাছের সঙ্গে সেটিকে তীরে নিয়ে আসলে উৎসুক মানুষ কচ্ছপটিকে একনজর দেখতে ভীড় করেন।
জেলেরা জানান, এর আগে এত বড় কচ্ছপ তারা কখনো জালে দেখেননি। অনেকেই মোবাইলে ছবি ও ভিডিও ধারণ করেন। কেউ কেউ এটিকে বিরল প্রজাতির জলজ প্রাণী বলে মন্তব্য করেন।
উপকূলীয় বন বিভাগ ভোলার সহকারী বন সংরক্ষক মোহাম্মদ মনিরুজ্জামান বলেন, এই কচ্ছপ সাধারণ সাগর মোহনায় থাকে। জেলেরা যখন সাগর মোহনার কাছাকাছি নদীতে জাল ফেলে তখন তাদের জালে জড়িয়ে পড়ে।
তিনি আরও বলেন, বিষয়টি আমার জানা নেই, তবে খোঁজ নিচ্ছি। এছাড়াও আমাদের টিম সবসময় সতর্ক অবস্থানে রয়েছে। কোন জেলের জালে কচ্ছপ ধরা পড়লে তা দ্রুত সুস্থ অবস্থায় নদী বা সাগর মোহনায় অবমুক্ত করার নির্দেশ রয়েছে।



