দিনাজপুর

চিরিরবন্দর উপজেলার সীমান্তবর্তী এলাকায় বিজিবির শীতবস্ত্র বিতরণ

মোঃ আফজাল হোসেন, ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের চিরিরবন্দর উপজেলার সীমান্তবর্তী এলাকায় বিজিবির শীতবস্ত্র বিতরণ। সীমান্ত ব্যাংক, পিএলসি, চিরিরবন্দর শাখা, দিনাজপুর এর উদ্যোগে ও ফুলবাড়ী ব্যাটালিয়ন (২৯ বিজিবি) এর ব্যবস্থাপনায় চিরিরবন্দর উপজেলার সীমান্তবর্তী এলাকায় বসবাসকারী স্থানীয় শীতার্ত ও দুঃস্থ মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ।

রবিবার ফুলবাড়ী ব্যাটালিয়ন (২৯ বিজিবি)-এর অধীনস্থ আমতলী বিওপি’র দায়িত্বপূর্ণ এলাকায় অবস্থিত আমতলী বহুমুখী উচ্চ বিদ্যালয় মাঠে সীমান্ত ব্যাংক, পিএলসি, চিরিরবন্দর শাখা, দিনাজপুরএর উদ্যোগে এবং ফুলবাড়ী ব্যাটালিয়ন (২৯ বিজিবি) এর ব্যবস্থাপনায় শীতার্ত ও দুঃস্থ জনসাধারণের মাঝে শীতবস্ত্র (কম্বল) বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

উক্ত অনুষ্ঠানে ফুলবাড়ী ব্যাটালিয়ন (২৯ বিজিবি)-এর অধিনায়ক লেঃ কর্নেল এ এম জাবের বিন জব্বার, পিএসসি এবং সীমান্ত ব্যাংক এর ম্যানেজার এর উপস্থিতিতে আমতলী বিওপি’র দায়িত্বপূর্ণ এলাকার আমতলী বহুমুখী উচ্চ বিদ্যালয় মাঠে ১৫০ জন শীতার্ত দুঃস্থ জনসাধারণের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়।

শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে ব্যাটালিয়ন অধিনায়ক বলেন, বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সীমান্তের অতন্দ্র প্রহরী হিসেবে দেশের সার্বভৌমত্ব ও সীমান্ত নিরাপত্তা নিশ্চিতকরণের পাশাপাশি চোরাচালান, মাদক, মানব ও অস্ত্র পাচারসহ সকল প্রকার আন্তঃসীমান্ত অপরাধ দমনে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। একই সঙ্গে বিজিবি প্রত্যন্ত সীমান্ত অঞ্চলের মানুষের নিরাপত্তা, জীবনমান উন্নয়ন ও সামাজিক কল্যাণে মানবিক ভূমিকা পালন করে আসছে। এ সময় তিনি সীমান্ত এলাকায় বসবাসকারী জনসাধারণকে অবৈধভাবে সীমান্ত পারাপার না করা, চোরাচালান প্রতিরোধে সহযোগিতা করা, সীমান্তের শূন্য লাইনে গবাদিপশু না চরানো এবং কাটাতারের বেড়া কর্তন না করার বিষয়ে জনসচেতনতামূলক বক্তব্য প্রদান করেন।

উক্ত অনুষ্ঠানে ফুলবাড়ী ব্যাটালিয়ন (২৯ বিজিবি) এর অন্যান্য অফিসারসহ সীমান্ত ব্যাংক পিএলসি, চিরিরবন্দর শাখার ম্যানেজারসহ অন্যান্য বিজিবি সদস্য এবং স্থানীয় চেয়ারম্যান, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গগণ সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন।

এ বিষয়ে ২৯ বিজিবির অধিনায়ক, লেঃ কর্নেল এ এম জাবের বিন জব্বার জানান, আমরা সাধারণ মানুষের পাশে থেকে সামাজিক কাজ করছি। আমরা শুধু সীমান্ত রক্ষা সীমাবদ্ধ নয় আমরা সমাজের সাধারণ মানুষের জন্য কিছু করতে চাই।

এই বিভাগের আরও সংবাদ