নাখালপাড়া জামে মসজিদে শহীদ জিয়ার জন্মদিনে দোয়া চাইলেন সাইফুল হক


ঢাকা-১২ আসনের সমর্থিত প্রার্থী ও বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক জননেতা মোহাম্মদ সাইফুল হক-এর উদ্যোগে রাজধানীর নাখালপাড়া কেন্দ্রীয় জামে মসজিদে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীরউত্তমের ৯০তম জন্মবার্ষিকী উপলক্ষে বাদ আছর দোয়া ও মুনাজাত অনুষ্ঠিত হয়।
দোয়া মাহফিলে সাইফুল হক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, বিএনপির চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং প্রয়াত আরাফাত রহমান কোকোর সুস্বাস্থ্য, মাগফিরাত ও দীর্ঘায়ুর জন্য দোয়া কামনা করেন।
তিনি বলেন, “শহীদ জিয়া আধুনিক বাংলাদেশের রূপকার। তাঁর আদর্শ ও কর্ম আজও মানুষের মনে স্বাধীনতার চেতনাকে জাগ্রত করে।”
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সাবেক কমিশনার আনোয়ারুজ্জামান আনোয়ার, আকবর খান, বিএনপির নেতা নুরুল হক নুরু, প্রকৌশলী মিরাজ উদ্দিন হায়দার, জাতীয় মানবাধিকার সমিতির চেয়ারম্যান মো. মঞ্জুর হোসেন ঈসা, মজিবুর রহমান, হাফিজুর রহমান কবিরসহ স্থানীয় মুসল্লি ও দলীয় নেতাকর্মীরা।
মুনাজাত শেষে দেশ ও জাতির শান্তি, উন্নয়ন এবং সকল নেতাকর্মীর মঙ্গল কামনা করা হয়।



