চাঁপাইনবাবগঞ্জ

চাঁপাইনবাবগঞ্জে নির্বাচন কার্যক্রম বিষয়ক সমন্বয় সভা অনুষ্ঠিত

ফেরদৌস সিহানুক (শান্ত)চাঁপাইনবাবগঞ্জঃ চাঁপাইনবাবগঞ্জে জাতীয় সংসদ ও গণভোট সুষ্ঠভাবে আয়োজনের লক্ষ্যে নির্বাচন কার্যক্রম বিষয়ক এক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৯ জানুয়ারী) দুপুরে জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে এই সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন, রাজশাহী বিভাগীয় কমিশনার ড. আ.ন.ম. বজলুর রশীদ। সভায় সভাপতিত্ব করেন, জেলা প্রশাসক শাহাদাত হোসেন মাসুদ।

এসময় বিভাগীয় কমিশনার বলেন, এবার একসাথে দুটি নির্বাচন হচ্ছে। এমপি নির্বাচনের পাশাপাশি ভোটাররা গণভোটেও অংশ নিবে। যারা পড়তে পারেন না, তার অন্য ভোট যেমনভাবে প্রতীক দেখে সীল দেন, তেমনি হ্যা/না ভোটেও প্রতীক থাকবে। গণভোটে হ্যা-এর পাশে টিক চিহ্ন দেয়া আছে, এটিই তার প্রতীক। আর না-এর পাশে ক্রস চিহ্ন দেয়া আছে, এটিই না-এর প্রতীক। বিষয়টি সকল শ্রেণীপেশার মানুষকে বোঝাতে বিভিন্ন উপায়ে প্রচারণা চালানো হচ্ছে।

সভায় রাজশাহী রেঞ্জের ডিআইজি মোহাম্মদ শাহজাহান, পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাস, ৫৯ বিজিবি ব্যাটলিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম কিবরিয়া, ৫৩ বিজিবি ব্যাটলিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী মোস্তাফিজুর রহমান, সহকারী রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী কর্মকর্তাসহ বিভিন্ন আইন-শৃঙ্খলা বাহিনীর কর্মকর্তারা অংশগ্রহণ করেন।

এই বিভাগের আরও সংবাদ