রাজশাহী

বাগমারায় প্রতিবেশীর বাঁশের বেড়ায় অবরুদ্ধ একটি পরিবার, প্রশাসনের হস্তক্ষেপ কামনা

বাগমারা (রাজশাহী) প্রতিনিধি: রাজশাহীর বাগমারা উপজেলায় চরম ভোগান্তিতে পড়েছে একটি পরিবার। শনিবার উপজেলার চিকাবাড়ি বাজার সংলগ্ন এলাকায় আফজাল হোসেনের বাড়ির প্রবেশপথে বাঁশের বেড়া দিয়ে সম্পূর্ণভাবে চলাচল বন্ধ করে দেওয়ার অভিযোগ উঠেছে পাশের জমির মালিকের বিরুদ্ধে।

ভুক্তভোগী পরিবার জানায়, দীর্ঘদিন ধরে তারা ওই পথ ব্যবহার করে বাড়িতে যাতায়াত করে আসছিলেন। হঠাৎ করে কোনো পূর্ব নোটিশ বা সমঝোতা ছাড়াই বাড়ির মূল দরজার সামনে বাঁশের বেড়া স্থাপন করে প্রবেশের একমাত্র পথ বন্ধ করে দেওয়া হয়। এতে করে পরিবারের নারী, শিশু ও বৃদ্ধ সদস্যরা চরম দুর্ভোগে পড়েছেন।

সরেজমিনে দেখা যায়, বাড়ির দরজার সামনে বাঁশ ও গাছের ডালপালা দিয়ে তৈরি অস্থায়ী বেড়া বসানো হয়েছে, যার ফলে বাড়িতে প্রবেশ বা বের হওয়ার কোনো উপায় নেই। জরুরি প্রয়োজনে বাইরে যাওয়াও এখন পরিবারের জন্য প্রায় অসম্ভব হয়ে পড়েছে।

আফজাল হোসেন বলেন, “আমাদের কোনো বিকল্প রাস্তা নেই। এভাবে পথ বন্ধ করে দেওয়ায় আমরা কার্যত অবরুদ্ধ। প্রশাসনের কাছে ন্যায়বিচার চাই।”

এ বিষয়ে এলাকাবাসীর মধ্যেও ক্ষোভের সৃষ্টি হয়েছে। তারা দ্রুত প্রশাসনের হস্তক্ষেপ কামনা করে বলেন, বিষয়টি দ্রুত সমাধান না হলে বড় ধরনের মানবিক সংকট তৈরি হতে পারে।

এ ঘটনায় স্থানীয় প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেছেন ভুক্তভোগী পরিবারটি। তারা অবিলম্বে বাঁশের বেড়া অপসারণ করে বাড়িতে স্বাভাবিক চলাচলের ব্যবস্থা নিশ্চিত করার দাবি জানিয়েছেন।

এই বিভাগের আরও সংবাদ