বাগেরহাট
মোংলা-খুলনা রেলপথে ট্রেনে কাটা পড়ে এক নারীর মৃত্যু


সুমন,স্টাফ রিপোর্টারঃ মোংলা-খুলনা রেলপথে ট্রেনে কাটা পড়ে নয়মী বিশ্বাস নামে এক নারীর মৃত্যু হয়েছে।
শুক্রবার (০৯ জানুয়ারী) দুপুরে মোংলা-খুলনা রেলপথে মোংলার বিদ্যারবাহন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয়রা ও পুলিশ জানায়, মোংলা-খুলনা রেলপথে খুলনা থেকে মোংলাগামী একটি ট্রেন আসার সময়ে দিগরাজ বিদ্যারবাহন নামক স্থানে পৌঁছালে ওই চলন্ত ট্রেনের কাটা পড়ে ওই নারী ।
এ সময় ট্রেনে কাটা পড়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এর আগে নয়মী বিশ্বাস নামের ওই নারীকে দিগরাজ বিদ্যারবাহন ওই দুর্ঘটনা এলাকার রেল পথে ঘোরা-ঘুরি করতে দেখে স্থানীয়রা।
ট্রেনে কাটা পড়া নারী মোংলার শেলাবুনিয়া রিগনপাড়া এলাকার দিনেশ বিশ্বাসের মেয়ে নয়মী বিশ্বাস( ২৬)। দুর্ঘটনার বিষয়টি জানার পর পুলিশ ও রেলওয়ে কর্মকর্তারা ঘটনাস্থলে উপস্থিত হয়েছেন। এ বিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।



