হিজলায় বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়া মোনাজাত


হিজলা প্রতিনিধিঃ মহাকালের সমাপ্তি, সাবেক প্রধানমন্ত্রী বিএনপি চেয়ারপারসন দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে আমরা গভীরভাবে শোকাহত।
বরিশাল জেলার হিজলা উপজেলায় বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের সহযোগিতায় ৮ জানুয়ারি বিকাল ৩ টায় উপজেলা পরিষদ মাঠে, মরহুমা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়া মাহফিলের আয়োজন করা হয় দোয়া অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মোঃ রাজিব আহসান।
এছাড়া উপস্থিত ছিলেন, হিজলা উপজেলা বিএনপি সদস্য সচিব এডভোকেট দেওয়ান মনির হোসাইন, উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আলতাফ হোসেন খোকন, বরিশাল উত্তর জেলা কৃষক দলের আহবায়ক নলী জামাল হোসেন, হিজলা উপজেলা যুবদলের আহ্বায়ক দেওয়ান সালাউদ্দিন রিমন, সদস্য সচিব আমির হোসেন বাঘা,উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব দুলাল সরদার, মেমানিয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আফসার উদ্দিন হাওলাদার, গুয়াবাড়িয়া ইউনিয়নের বিএনপির সাবেক সভাপতি আলী আহমেদ হাওলাদার, হিজলা উপজেলা ছাত্রদল সভাপতি মহসিন শিকদার, সদস্য সচিব মাইনুল আহসান সম্রাট , হিজলা উপজেলা কৃষকদলের আহ্বায়ক স ম ফারুক সিকদার,এছাড়াও বিভিন্ন ইউনিয়ন থেকে বিভিন্ন অঙ্গ সহযোগী সংগঠনের আহ্বায়ক সদস্য সচিব সহ বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে বলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়া আপোষহীন নেত্রী তিনি আল্লাহতালা ছাড়া,কারোর কাছে মাথা নতো করেননি এবং তিনি দেশ ছেড়েও দেশের বাইরে যাননি তিনি দেশের জনগণের দোয়া এবং ভালবাসায় বাংলাদেশই ছিলেন এবং দেশের মানুষের কল্যাণে কাজ করেছেন, সবশেষে দেশনেত্রী বেগম খালেদার জিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়া চেয়ে দোয়া মোনাজাত পরিচালনা করেন হযরত মাওলানা রুহুল আমিন সাইফি।



