মোংলায় যৌথবাহিনীর চেকপোস্ট অভিযান


সুমন,স্টাফ রিপোর্টারঃ মোংলায় নৌবাহিনী ও পুলিশের যৌথ চেকপোস্ট অভিযান। বুধবার (০৭ জানুয়ারি) সকাল থেকে দুপুর পর্যন্ত মোংলা দিগরাজ ট্রাস্ট ব্যাংকের সামনে সড়কে এ অভিযান পরিচালনা করে। মোংলা নৌবাহিনী ও বাগেরহাট জেলা ট্রাফিক বিভাগের পুলিশ সদস্য এ অভিযানে অংশ নেন।
সড়কে চলাচলকারী মোটরসাইকেল, মিনি ট্রাক, প্রাইভেট কারসহ বিভিন্ন যানবাহনের কাগজপত্র ও ড্রাইভিং লাইসেন্স পরীক্ষা করা হয়। রুট পারমিট ও ফিটনেস সনদ না থাকা এবং ট্রাফিক আইন লঙ্ঘনের দায়ে ৯ টা মামলায় ৩১ হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়।
পুলিশ জানায়, মোংলায় নৌবাহিনী ও পুলিশ যৌথভাবে সড়কে বিশেষ চেকপোস্ট অভিযান পরিচালনা করেছে। চেকপোস্টে নৌবাহিনীর টিম, ও জেলা ট্রাফিক পুলিশ সদস্যর একটি যৌথবাহিনী চেকপোস্ট পরিচালনা করা হয়। অভিযানে মোটরসাইকেল, ট্রাক, বাস, মাইক্রোবাস, প্রাইভেট কার তল্লাশি করা হয়।
বাগেরহাট জেলা ট্রাফিক বিভাগের পুলিশ বলেন, অপরাধ দমন, সড়কে শৃঙ্খলা বজায় রাখা ও অবৈধ যানবাহন নিয়ন্ত্রণে এই অভিযান পরিচালনা করা হয়েছে। ভবিষ্যতেও এমন কার্যক্রম অব্যাহত থাকবে বলেও জানান।



