সাগর-রুনি হত্যা মামলা: তদন্ত প্রতিবেদন দাখিলে পিবিআই পেল আরও এক মাস


সাংবাদিক দম্পতি সাগর সারোয়ার ও মেহেরুন রুনি হত্যা মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য আরও এক মাসের বেশি সময় পেয়েছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। সোমবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মাহবুব আলম আগামী ৯ ফেব্রুয়ারি প্রতিবেদন দাখিলের নতুন দিন নির্ধারণ করেন।
এদিন মামলাটির তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার তারিখ ছিল। তবে পিবিআইয়ের তদন্ত কর্মকর্তা অতিরিক্ত পুলিশ সুপার মো. আজিজুল হক প্রতিবেদন দাখিল না করায় আদালত সময় বাড়ানোর আদেশ দেন। প্রসিকিউশন পুলিশের সাব-ইন্সপেক্টর রফিকুল ইসলাম রাসেল বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।
শেখ হাসিনার বিরুদ্ধে ‘রাষ্ট্রদ্রোহ’ মামলায় অভিযোগ গঠন পেছাল
২০১২ সালের ১১ ফেব্রুয়ারি রাজধানীর পশ্চিম রাজাবাজারে ভাড়া বাসায় নির্মমভাবে খুন হন মাছরাঙা টেলিভিশনের বার্তা সম্পাদক সাগর সারোয়ার ও এটিএন বাংলার জ্যেষ্ঠ প্রতিবেদক মেহেরুন রুনি। এ ঘটনায় নিহত রুনির ভাই নওশের আলম রোমান শেরেবাংলা নগর থানায় হত্যা মামলা দায়ের করেন।
হত্যাকাণ্ডের সময় সাগর সারোয়ার মাছরাঙা টেলিভিশনে এবং মেহেরুন রুনি এটিএন বাংলায় কর্মরত ছিলেন। ঘটনার পর দীর্ঘ ১৩ বছর পার হলেও এখনো তদন্ত প্রতিবেদন দাখিল না হওয়ায় মামলাটির বিচার প্রক্রিয়া এগোয়নি।
এ মামলায় বিভিন্ন সময়ে মোট আটজনকে গ্রেপ্তার করা হয়। পরবর্তীতে তাদের মধ্যে দুজন জামিন পান। শুরুতে মামলার তদন্তের দায়িত্ব শেরেবাংলা নগর থানাকে দেওয়া হলেও তিন দিনের মাথায় তা গোয়েন্দা পুলিশের কাছে হস্তান্তর করা হয়। পরে ২০১২ সালের ১৮ এপ্রিল মামলাটি র্যাবের কাছে ন্যস্ত করা হয়।
হত্যাকাণ্ডের পর তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী ৪৮ ঘণ্টার মধ্যে রহস্য উদঘাটনের ঘোষণা দিলেও এক যুগের বেশি সময়েও সে প্রতিশ্রুতির বাস্তবায়ন হয়নি। তদন্তের অংশ হিসেবে র্যাব ডিএনএসহ অন্যান্য বায়োমেট্রিক পরীক্ষার জন্য ঘটনাস্থল থেকে উদ্ধার করা বটি, পরিধেয় কাপড়সহ বিভিন্ন আলামত যুক্তরাষ্ট্রের ল্যাবে পাঠায়। তবে এসব পরীক্ষার ফলাফল আজও প্রকাশ করা হয়নি।
দীর্ঘসূত্রতা নিয়ে নিহত সাংবাদিক দম্পতির পরিবার, সহকর্মী ও বিভিন্ন পেশাজীবী সংগঠনের মধ্যে হতাশা ও ক্ষোভ তৈরি হয়েছে। দ্রুত তদন্ত শেষ করে ন্যায়বিচার নিশ্চিতের দাবি জানিয়ে আসছেন তারা।
গত বছরের ৩০ সেপ্টেম্বর হাইকোর্ট মামলাটির তদন্ত থেকে র্যাবকে বাদ দিয়ে উচ্চ ক্ষমতাসম্পন্ন একটি টাস্কফোর্স গঠন করেন এবং ছয় মাসের মধ্যে তদন্ত শেষ করার নির্দেশ দেন। টাস্কফোর্সের অধীনে বর্তমানে পিবিআই মামলাটির তদন্ত কার্যক্রম পরিচালনা করছে।
এর আগে টাস্কফোর্সের তদন্ত কার্যক্রম ‘অনেকদূর’ এগিয়েছে বলে জানিয়েছিলেন আইনজীবী শিশির মনির।



