খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় বাগেরহাটে দোয়া মাহফিল


সাগর মন্ডল, স্টাফ রিপোর্টার: তিনবারের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার ইন্তেকালে গভীর শোক প্রকাশ করে বাগেরহাটে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২ জানুয়ারি) জুমার নামাজের পর জেলা ছাত্রদলের উদ্যোগে সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজ মসজিদে এ কর্মসূচি পালন করা হয়।
দোয়া মাহফিলে জেলা ছাত্রদলের নেতা শেখ আল মামুন, শামীম মুন্সী , ইমন শেখ, সৈকত হোসেন তালেব, রিজভী শেখ, শাওন শেখ, শেখ মনিসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা অংশ নেন। এ সময় মরহুমার রুহের মাগফিরাত কামনা, জান্নাতুল ফেরদৌস নসিব এবং শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে বিশেষ মোনাজাত করা হয়। একই সঙ্গে দেশ ও জাতির শান্তি, কল্যাণের জন্য দোয়া করা হয়।
এছাড়াও জেলার বিভিন্ন মসজিদে বিএনপি ও এর সহযোগী সংগঠনের উদ্যোগে জুমার নামাজ শেষে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। এসব কর্মসূচিতে দলীয় নেতাকর্মীসহ সর্বস্তরের মুসল্লিরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।
নেতৃবৃন্দ বলেন, গণতন্ত্রের আপোষহীন নেত্রী বেগম খালেদা জিয়ার অবদান ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে।



