জাতীয়
তিন ঘণ্টা পর ঢাকা-ময়মনসিংহ ট্রেন চলাচল স্বাভাবিক


গাজীপুরের শ্রীপুরে ঢাকা-ময়মনসিংহ রেল সড়কের সাতখামাইর স্টেশনে ‘বলাকা কমিউটার’ ট্রেনের ইঞ্জিন বিকেলের তিন ঘণ্টা পর চলাচল স্বাভাবিক হয়েছে।
শনিবার (৬ ডিসেম্বর) বিকেলের দিকে ট্রেনের ইঞ্জিন বিকল হওয়ার এ ঘটনা ঘটে। পরে সন্ধ্যা ৭টার দিকে ট্রেন চলাচল স্বাভাবিক হয়। তবে এতে কোনো হতাহতের তথ্য পাওয়া যায়নি।
প্রত্যক্ষদর্শীরা জানান, কাওরাইদ থেকে ছেড়ে আসার পড় একটি বিকট শব্দ হয়। ইঞ্জিন থেকে কালো মবিল বেড় হয়ে ছড়িয়ে পড়ে। চালক ঝুঁকি নিয়ে ট্রেনটি সাতখামাইর পর্যন্ত নিয়ে আসেন। প্রায় তিন ঘণ্টা ধরে ট্রেনটি আটকা পড়ে।
ট্রেনের পরিচালক গোলাম রাব্বানি এ তথ্য নিশ্চিত করে বলেন, ‘কাওরাইদ ছাড়ার পড় ইঞ্জিনে ত্রুটি দেখা দেয়। চালক ট্রেনটি সাতখামাইরে নিয়ে আসেন।’



