বাগেরহাট

বাজার উন্নয়নে অঙ্গীকারবদ্ধ সুমন: মাছ মার্কায় ভোট চান ব্যবসায়ী সমাজের সেবা করতে

সাগর মন্ডল, স্টাফ রিপোর্টার: বাগেরহাটের চিতলমারী বাজার ব্যবসায়ী ব্যবস্থাপনা কমিটির ত্রি-বার্ষিক নির্বাচন–২০২৫ সামনে রেখে জমে উঠেছে নির্বাচনী প্রস্তুতি। বাজার জুড়ে চলছে উৎসবমুখর পরিবেশ, ব্যানার–ফেস্টুনে সেজেছে প্রধান প্রধান সড়ক। ব্যবসায়ীরা ব্যস্ত সময় পার করছেন নানা আলোচনায়। এরই মধ্যে সাধারণ সম্পাদক পদে প্রার্থী জয়নুল পারভেজ সুমন তার মাছ প্রতীক নিয়ে প্রচার–প্রচারণা চালিয়ে ব্যাপক আলোচনায় এসেছেন।

জয়নুল পারভেজ সুমন দীর্ঘদিন ধরে বাজারের বিভিন্ন উন্নয়নমূলক কাজে যুক্ত ছিলেন। ব্যবসায়ীদের সুখ–দুঃখে পাশে দাঁড়ানো, বাজারের শৃঙ্খলা ও নিরাপত্তা ব্যবস্থায় সক্রিয় ভূমিকা রাখার কারণে তিনি ব্যবসায়ী সমাজের কাছে পরিচিত ও গ্রহণযোগ্য মুখ হিসেবে পরিচিত। তার প্রার্থিতা ঘোষণার পর থেকেই অনেক ব্যবসায়ী তাকে সমর্থন জানাতে শুরু করেছেন।

নির্বাচনী প্রচারণায় জয়নুল পারভেজ সুমন বলেন, চিতলমারী বাজার শুধু বাণিজ্যের কেন্দ্র নয় এটি আমাদের সকলের জীবিকার ভিত্তি। তাই এই বাজারকে আরো আধুনিক, নিরাপদ ও ব্যবসায়বান্ধব বাজার হিসেবে গড়ে তুলতেই আমি সাধারণ সম্পাদক পদে প্রার্থী হয়েছি। ব্যবসায়ী ভাইদের সেবা, সমস্যা সমাধান, বাজারের যানজট নিরসন, অবৈধ দখলমুক্তকরণ ও নিরাপত্তা জোরদার করাই আমার প্রধান অঙ্গীকার। আপনারা মাছ প্রতীকে মূল্যবান ভোট দিয়ে আমাকে এই সেবা করার সুযোগ দিন।

স্থানীয় ব্যবসায়ীরা জানান, বাজারের বর্তমান অবস্থার উন্নয়নে সমন্বিত পরিকল্পনা জরুরি। নিয়মশৃঙ্খলার অভাব, পার্কিং সংকট, রাস্তার অপর্যাপ্ততা, পর্যাপ্ত নিরাপত্তার অভাবসহ বিভিন্ন সমস্যা দীর্ঘদিন ধরেই বিদ্যমান। এসব সমস্যার সমাধানে একজন দায়বদ্ধ নেতৃত্বের প্রয়োজন। অনেকেই মনে করেন, সুমন ভাই সেই নেতৃত্ব দিতে সক্ষম হবেন।

চা–চক্র, দোকানপাট, পাইকারি বাজার, কাঁচাবাজার সব জায়গাতেই এখন চলছে নির্বাচন নিয়ে আলোচনা। ভোটারদের বড় অংশই আশা করছেন, এবারের নির্বাচনের মাধ্যমে বাজার ব্যবস্থাপনায় ইতিবাচক পরিবর্তন আসবে।

ব্যবসায়ীদের প্রত্যাশা, একটি সুষ্ঠু, গ্রহণযোগ্য ও প্রতিযোগিতাপূর্ণ নির্বাচনের মধ্য দিয়ে চিতলমারী বাজার ব্যবসায়ী ব্যবস্থাপনা কমিটি একটি শক্তিশালী, উন্নয়নমুখী ও ব্যবসায়ী–বান্ধব নেতৃত্ব পাবে।

এই বিভাগের আরও সংবাদ