৭ জন এমপি প্রার্থীর যৌথ সমর্থন পেলেন কবীর আহমেদ ভূইয়া


ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা–আখাউড়া অঞ্চলে বিএনপির তৃণমূল থেকে শুরু করে শীর্ষ পর্যায় পর্যন্ত এক অভূতপূর্ব সমর্থন জোগাড় করেছেন জেলা বিএনপির নির্বাহী সদস্য আলহাজ্ব কবীর আহমেদ ভূইয়া।
সাম্প্রতিক এক যৌথ বিবৃতিতে ছয়জন গুরুত্বপূর্ণ সংসদ সদস্য (এমপি) প্রার্থী ঘোষণা দিয়েছেন যে দল যদি কবীর আহমেদ ভূইয়াকে মনোনয়ন প্রদান করে, তবে তাঁরা তাঁর পক্ষে সর্বাত্মক প্রচার, সহযোগিতা ও নির্বাচনী সাফল্য নিশ্চিত করতে ভূমিকা পালন করবেন।
সমর্থনদাতাদের মধ্যে রয়েছেন: কসবা উপজেলা বিএনপির সভাপতি এডভোকেট ফখর উদদীন আহমেদ খান পিপি, ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক বেলাল উদ্দীন সরকার তুহিন, কসবা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক শরিফুল হক স্বপন, আখাউড়া উপজেলা বিএনপির সভাপতি জয়নাল আবেদীন আবদু, ব্রাহ্মণবাড়িয়া জেলা মহিলা দলের সভানেত্রী এডভোকেট ইসমত আরা, প্রবীণ রাজনীতিবিদ ও জেলা বিএনপির সাবেক সদস্য সৈয়দ শাহ আমান উল্লাহ আমান। মোঃ মাসুম ভূইয়া কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সহ সাধারণ সম্পাদক।
নেতৃবৃন্দ জানান, দীর্ঘদিন ধরে তারা অবৈধ প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বৈরাচারী শাসনের বিরুদ্ধে মাঠে ছিলেন এবং এই আন্দোলনে কবীর আহমেদ ভূইয়া ছিলেন অন্যতম সক্রিয় সংগঠক।
১৩৫টি ওয়ার্ডের সভাপতি–সম্পাদকের অংশগ্রহণে কাফনের কাপড়ে গণ-মিছিল
এদিকে কসবা উপজেলা বিএনপি, পৌর বিএনপি, আখাউড়া উপজেলা বিএনপি ও পৌর বিএনপির সর্বস্তরের দায়িত্বশীল নেতৃবৃন্দ—মোট ১৩৫টি ওয়ার্ড বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদকসহ হাজারো কর্মী কাফনের কাপড় পরে গণ-মিছিল করে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের কাছে কবীর আহমেদ ভূইয়ার মনোনয়ন পুনর্বিবেচনার আহ্বান জানিয়েছেন।
তাদের দাবি—তৃণমূলের প্রকৃত আশা ও আস্থা একমাত্র কবীর আহমেদ ভূইয়ার প্রতি।
৯০ বছর বয়সী মুশফিকুর রহমানকে মনোনয়ন দেওয়ায় তৃণমূলে ক্ষোভ
কসবা–আখাউড়া অঞ্চলে তৃণমূলে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয় যখন দলীয় প্রাথমিক মনোনয়ন দেওয়া হয় ৯০ বছর বয়সী মুশফিকুর রহমানকে।
তৃণমূলের অভিযোগ— তিনি গত ১৭ বছর বিএনপির নেতা-কর্মীদের পাশে ছিলেন না, তিনি কানাডার নাগরিক, ২০০৮ সালে আওয়ামী লীগ প্রার্থীর কাছে পরাজয়ের পর কানাডায় চলে যান, ২০১৮ সালে সাবেক আইনমন্ত্রী আনিসুল হকের সঙ্গে আঁতাত করে ভুল তথ্য দিয়ে মনোনয়নপত্র জমা দিয়েছিলেন বলে অভিযোগ রয়েছে; মনোনয়ন বাতিল হলে আবার বিদেশে ফিরে যান।
তাদের বক্তব্য—এমন একজন প্রার্থীকে হঠাৎ করে সামনে আনা তৃণমূলের সংগঠনকে বিভ্রান্ত করছে।
আনিসুল হকের আমলে দমন-পীড়ন ও সেই সময়ে কবীর আহমেদ ভূইয়ার ভূমিকা
স্থানীয় নেতারা অভিযোগ করেন, সাবেক আইনমন্ত্রী এডভোকেট আনিসুল হক এলাকায় বিএনপির নেতা-কর্মীদের ওপর ব্যাপক নিপীড়ন চালান— ১৮ জনকে ক্রসফায়ারে হত্যা, ১৮৩ জন নেতা-কর্মীর বিরুদ্ধে মামলা, নির্বিচার গ্রেফতার ও হয়রানি—এসব ঘটনার সময় বিএনপির রাজপথের রাজনীতি কার্যত অচল হয়ে পড়ে।
ঠিক সেই সময়েই কবীর আহমেদ ভূইয়া তৃণমূলের সঙ্গে নিবিড় যোগাযোগ রেখে কসবা ও আখাউড়ায় রাজনৈতিক মাঠ সচল রাখেন। আন্দোলনে সক্রিয় ভূমিকার জন্য তাঁকে গুম করার চেষ্টা করা হয়—যা বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব এডভোকেট রুহুল কবির রিজভী আনুষ্ঠানিকভাবে সংবাদমাধ্যমে তুলে ধরেন।
তৃণমূলে একটিই দাবি—মনোনয়ন চাই কবীর আহমেদ ভূইয়ার হাতে কসবা–আখাউড়ার সর্বস্তরের কর্মী-সমর্থকরা বলছেন— “যে নেতা দুঃসময় পাশে ছিল, তাকে বাদ দিয়ে বিদেশে থাকা, তৃণমূলের সঙ্গে সম্পর্কহীন কাউকে মনোনয়ন দেওয়া হবে কেন?”
তাদের দাবির মূল বক্তব্য— কবীর আহমেদ ভূইয়া বিএনপির তৃণমূলের নিবেদিত নেতা, আন্দোলন–সংগ্রামে তাঁর অবদান সুস্পষ্ট, মনোনয়ন তাকে দিলে দল সু-সংগঠিত ও শক্তিশালী হবে তৃনমূলের আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটবে।
তৃণমূলের আন্দোলন এখনো অব্যাহত রয়েছে এবং তারা দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সিদ্ধান্ত পুনর্বিবেচনার অপেক্ষায় আছেন।



