জাতীয়

উত্তরায় আ.লীগের সাবেক এমপি হাবিব হাসানের পৈত্রিক বাড়ি ভাঙচুর ও আগুন

বিশেষ সংবাদদাতা : মানবতাবিরোধী অপরাধে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে মৃত্যুদণ্ড রায় ঘোষণার পর ঢাকা মহানগর উত্তর আওয়ামীলীগের সাবেক যুগ্ম সম্পাদক ও ঢাকা -১৮ আসনের সাবেক সংসদ সদস্য আলহাজ্ব মো: হাবিব হাসানের ভাই নাদিম মাহমুদ ওরফে নাদিম হাসানের পুরানো পৈত্রিক বাড়িতে একদল দুস্কৃতিকারী মিছিল নিয়ে বেআইনি ভাবে জোরপূর্বক প্রবেশ করে ভাঙচুর ও গাড়িতে অগ্নিসংযোগ করে পুড়িয়ে দিয়েছে দুর্বৃত্তরা।

এ ঘটনায় ওই বাসার অন্তত দু’জন আহত হয়েছে। আহতরা হলো- বাড়ির কেয়ারটেকার মো. হৃদয় ও নাদিম মাহমুদের কর্মচারী মো. বিপ্লব। তাঁদের শরীরের বিভিন্ন জায়গায় জখম হয়েছে। পরে স্থানীয় জনতার সহযোগিতায় দেড় ঘণ্টা পর আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসা হয়। তবে ফায়ার সার্ভিসের গাড়ি আসার আগেই গাড়িটি ভস্মীভূত হয়ে আগুন নিভে যায়।

জানা যায়, সোমবার (১৭ নভেম্বর, ২০২৫) দুপুরের পর আনুমানিক বিকেল ৪টার দিকে উত্তরা ১৩ নং সেক্টর ২১ নং রোডে অবস্থিত নাদিম মাহমুদের পৈত্রিক বাড়িতে ভাংচুর ও গাড়িতে অগ্নিসংযোগের ঘটনা ঘটে।

“দি লাইফ সেভিং ফোর্স বাহিনী” উত্তরা স্টেশনের ইনচার্জ ও সিনিয়র স্টেশন অফিসার মোহাম্মদ আলম হোসেন ঘটনার দিন ওই এলাকায় পাশাপাশি পৃথক স্থানে আগুন লাগার বিষয়টি সাংবাদিকদের নিশ্চিত করেছেন।

তিনি জানান, সোমবার দুপুরের পর উত্তরা ১৩ নং সেক্টর ২৩ ও ২১ নং রোডে পৃথক দু’টি জায়গায় অগ্নিসংযোগের ঘটনা ঘটে। ঝুটের কাপড় (গোডাউন) ও তার পাশে একটি বাড়ি ও গাড়িতে আগুন লেগেছিল। খবর পেয়ে দমকল বাহিনীর সদস্যরা ঝুটের আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। অপর গাড়ির আগুনে কাজ করতে হয়নি বলে জানান ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা।

তথ্য অনুসন্ধান ও বিভিন্ন তথ্য সূত্রে জানা গেছে, ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার রায় ঘোষণার পর সোমবার বিকেলের দিকে উত্তরা ১৩ নং সেক্টর ২১ নং রোডে সাবেক ঢাকা- ১৮ আসনের এমপি হাবিব হাসানের বাড়ির সামনে প্রায় শতাধিক মানুষ একসঙ্গে মিলিত হয়ে একটি ঝটিকা মিছিল বের করেছিল দুর্বৃত্তরা । পরে ওই মিছিলকারীরা হঠাৎ করে উত্তেজিত হয়ে আওয়ামীলীগ নেতা হাবিব হাসানের ভাই নাদিম মাহমুদের বাড়িতে জোরপূর্বক ঢুকে ভাঙচুর ও বাড়ির সামনে পার্কিং করা একটি গাড়িতে আগুন লাগিয়ে দেয়। পরে খবর পেয়ে সংশ্লিষ্ট থানা পুলিশসহ অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে ছুঁটে আসেন।

পুলিশ, ফায়ার সার্ভিস, প্রত্যক্ষদর্শী ও স্থানীয় লোকজন জানান, সোমবার দুপুরে গত বছর জুলাই-আগস্ট গণ-অভ্যুত্থানের সময় সংঘঠিত মানবতাবিরোধী অপরাধে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে মৃত্যুদণ্ড ও মামলার রাজসাক্ষী সাবেক আইজিপি আবদুল্লাহ আল মানুনকে পাঁচ বছরের কারাদণ্ড দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। আজ এই রায় ঘোষণার পর সোমবার বিকেল আনুমানিক ৪টার দিকে উত্তরা ১৩ নং সেক্টর ২১ নং রোডে অবস্থিত আ’ লীগের সাবেক এমপি হাবিব হাসান ও তার ভাই নাদিম হাসানের নিজেদের পৈত্রিক বাড়িতে মিছিল নিয়ে প্রায় শতাধিক ব্যক্তি জোরপূর্বক প্রবেশ করে। মিছিল করার সময় তাদের হাতে হ্যান্ড মাইক ছিল এবং তারা বিভিন্ন ভাষায় শ্লোগান দিচ্ছিল। এসময় বাড়ির গেইট দিয়ে গাড়ি বের হচ্ছিল। এই সুযোগে বাসার মূল গেটের সামনে ওই উশৃংখল ব্যক্তি কিংবা দুর্বৃত্তরা কমান্ডো স্টাইলে ভেতরে প্রবেশ করে প্রথমে একটি গাড়িতে হামলাসহ ভাংচুর ও অগ্নিসংযোগ করলে এ ঘটনা ঘটে। এঘটনায় আহত হন -বাড়ির কেয়ারটেকার মো. হৃদয় ও নাদিম মাহমুদের কর্মচারী মো. বিপ্লব। ঘটনার পর উশৃংখল নামক দুর্বৃত্তরা কেউ কেউ রিক্সায়, মোটরসাইকেল ও পায়ে হেঁটে দৌঁড়ে পালিয়ে যেতে দেখা যায়। এসময় কয়েকশত নারী- পুরুষ ও জনতাকে ওই বাড়ির সামনে এবং আশপাশে প্রচন্ড ভীড় করতে দেখা গেছে। পরে স্থানীয় জনতার সহযোগিতায় দেড় ঘণ্টা পর আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসা হয়। অগ্নিকাণ্ডে ভস্মীভূত গাড়িটি নাদিম মাহমুদ ব্যক্তিগতভাবে ব্যবহার করতেন। তার বিশাল বাড়িটি ডুপ্লেক্স বলে জানা গেছে।

প্রত্যক্ষদর্শী শহিদুল ইসলাম সাগর নামে এক গাড়ির গ্যারেজ ব্যবসায়ী এ প্রতিবেদককে জানান, আওয়ামীলীগের সাবেক এমপি আলহাজ্ব মো : হাবিব হাসানের পৈত্রিক বসতবাড়িতে কমান্ডো স্টাইলে মিছিল নিয়ে শতাধিক ব্যক্তি ওই বাড়ির সামনে জড়ো হয়ে হাবিব হাসানের ভাই নাদিম মাহমুদ এর পৈত্রিক বসতবাড়িতে বেআইনি ভাবে ঢুকে গাড়িতে আগুন ধরিয়ে দেয়। এসময় ওই বাসায় কেয়ারটেকার ও কর্মচারী ব্যতীত অন্য কেউ বাড়িতে ছিলেন না।

নাদিম মাহমুদের গার্মেন্টস অ্যাকসেসরিজ কারখানা ওভেন লেভেলের সাব-কন্ডাক্টর ফারুক হোসেন সাংবাদিকদের বলেন, আসরের নামাজের সময় বাড়ির সামনে দিয়ে একটি মিছিল যাচ্ছিল। এ মিছিল থেকে হটাৎ করে প্রায় শতাধিক
লোকজন (দুর্বৃত্তরা) এসে সিকিউরিটি গার্ডকে মারধর করে জোরপূর্বক ভেতরে প্রবেশ করে গাড়িতে আগুন লাগিয়ে দেয় এবং বাড়ি ভাঙচুর করে। তিনি আরো বলেন, আগুন লাগানোর অল্প কিছু আগে গাড়িটি বাইর থেকে এসে বাড়িতে ঢুকেছিল। পরে গাড়িটি পার্কিং করে চালক নেমে যাওয়ামাত্রই আগুন লাগায় দুর্বৃত্তরা ।

বাড়ির কেয়ারটেকার মো. হৃদয় সাংবাদিকদের জানান, মিছিলের লোকজন আমাকে মারধর করে গেট ভেঙে ভেতরে ঢুকে ভাঙচুর চালায়। একপর্যায়ে বাড়িতে পার্কিং করা গাড়িটি পুড়িয়ে ফেলে দুর্বৃত্তরা। এতে শরীরের বিভিন্ন স্থানে আমি আঘাত প্রাপ্ত হয়েছি। অপর দিকে নাদিম মাহমুদের কর্মচারী মো. বিপ্লব বলেন, আমি এ বাসায় কাজ করি। ভাঙচুরের সময় আমি হামলাকারী ও দুর্বৃত্তদের বাধা দিতে গেলে তারা আমাকে মারধর করেছে বলে তিনি গণমাধ্যমকর্মীদের নিকট অভিযোগ করেন।

এ প্রতিবেদকের কাছে ওই বাড়িতে অগ্নিসংযোগের ভিডিও ফুটেজের ছবি এসে পৌঁছেছে। সেখানে দেখা যায়, বাড়ির ভেতরে আগুন দাউ দাউ করে জ্বলছে এবং তার কালো ধোঁয়া আকাশের ওপরের দিকে উঠতে দেখা যায়। কেউ কেউ পানি দিয়ে আগুন নিভানোর চেষ্টা করছেন। তবে, দমকল বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে আসার আগেই গাড়িটার আগুন সহসায় নিভে যায়। তবে আগুনে গাড়িটি ভস্মীভূত হয়ে গেছে।

ডিএমপি’র তুরাগ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: মনিরুল ইসলাম এ প্রতিবেদককে বলেন, আমি আগুনের ঘটনাটি শোনে ঘটনাস্থলের উদ্দেশ্যে রওয়ানা দিয়েছি। এবিষয়ে উত্তরা পশ্চিম থানার পরিদর্শক (তদন্ত) মোহাম্মদ উল্লাহ ফয়সল সাংবাদিকদের বলেন, আগুনের খবর পেয়ে এসে দেখি গাড়িতে আগুন জ্বলছে। তবে কারা আগুন দিয়েছে সেটা এখনও শনাক্ত করা যায়নি।

নাম প্রকাশে অনিচ্ছুক উত্তরা ফায়ার সার্ভিস স্টেশনের ডিউটি অফিসার সোমবার উত্তরার পৃথক স্থানে আগুন লাগার বিষয়টি নিশ্চিত করেছেন। এদিকে বাড়ি ভাঙচুর ও গাড়িতে আগুন লাগানোর খবর পেয়ে ডিএমপির তুরাগ থানা, উত্তরা পশ্চিম থানা, এলিট ফোর্স র‍্যাব-১ ও বিভিন্ন গোয়েন্দা সংস্থার লোকজন ছুটে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ করেন। সবশেষ সোমবার সন্ধ্যার পর পর্যন্ত আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদেরকে ঘটনাস্থলে থাকতে দেখা গেছে।

এবিষয়ে ডিএমপির উত্তরা জোনের জেষ্ঠ্য সহকারী পুলিশ কমিশনার (এসি) সাদ্দাম হোসেন গণমাধ্যমকে বলেন, কে বা কারা হামলা ও আগুনের ঘটনাটি ঘটিয়েছে, তা তদন্ত করা হচ্ছে। এই মুহূর্তে বেশি কোনো কিছু বলা সম্ভব নয় বলে জানান পুলিশের এই কর্মকর্তা।

এই বিভাগের আরও সংবাদ