আন্তর্জাতিক

আরও ১৫ ফিলিস্তিনির মরদেহ হস্তান্তর করলো ইসরায়েল

যুদ্ধবিরতির চুক্তির অংশ হিসেবে ১৫ ফিলিস্তিনির মরদেহ হস্তান্তর করা হয়েছে। শনিবার হামাস নিয়ন্ত্রিত গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় এ তথ্য নিশ্চিত করেছে। গাজা সিটি থেকে এএফপি এ খবর জানায়।

মন্ত্রণালয়টি জানায়, শুক্রবার ইসরায়েলি বাহিনী রেড ক্রসের মাধ্যমে মরদেহগুলো ফেরত দিয়েছে।

মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়, ‘ইসরায়েলি দখলদার বাহিনী গতকাল শুক্রবার রেড ক্রসের মাধ্যমে ১৫ শহীদের মরদেহ হস্তান্তর করেছে। এ নিয়ে মোট ৩৩০ মরদেহ পাওয়া গেছে।’

মন্ত্রণালয় আরও জানায়, এর মধ্যে এখন পর্যন্ত ৯৭ জনের পরিচয় শনাক্ত করা গেছে।

৭৩ বছর বয়সী ইসরায়েলি জিম্মি মেনি গডার্ডের দেহাবশেষের বিনিময়ে এই মরদেহগুলো ফেরত দেওয়া হয়েছে। হামাস বৃহস্পতিবার রেড ক্রসের মাধ্যমে তার দেহাবশেষ ইসরাইলে ফেরত পাঠায়।

এই বিভাগের আরও সংবাদ