ইসলামাবাদে হামলার দায় স্বীকার পাকিস্তান তালেবানের


পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে জেলা আদালত ভবনের সামনে পুলিশের গাড়ির কাছে আত্মঘাতী বোমা হামলার দায় স্বীকার করেছে পাকিস্তানি তালেবান (টিটিপি)-এর একটি ভিন্নমতাবলম্বী গোষ্ঠী জামাতুল আহরার।
মঙ্গলবার (১১ নভেম্বর) দুপুরে এই হামলায় ১২ জন নিহত এবং ২৭ জন আহত হয়েছেন। বার্তাসংস্থা এএফপি জানিয়েছে, টিটিপি একটি বিবৃতি প্রকাশ করে হামলার দায় স্বীকার করেছে।
পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী মহসিন নাকভি জানিয়েছেন, হামলাকারী পুলিশের একটি গাড়ির কাছে বিস্ফোরণ ঘটায় এবং নিহতদের মধ্যে আইনজীবী ও পথচারীও রয়েছেন। এটি সাম্প্রতিক বছরগুলোর মধ্যে দেশটিতে অন্যতম বড় হামলা। বিস্ফোরণের পর এলাকায় ব্যাপক আতঙ্ক সৃষ্টি হয় এবং রাস্তা জুড়ে ভাঙা কাঁচ ও পোড়া গাড়ি পড়ে থাকে।
দায় স্বীকার করে দেওয়া বিবৃতিতে টিটিপি জানিয়েছে, পাকিস্তানের আইন ‘ইসলামিক নয়’, এবং এই আইন অনুযায়ী রায় প্রদানকারী বিচারক, আইনজীবী ও কর্মকর্তারা তাদের লক্ষ্যবস্তু। সংগঠনটি হুমকি দিয়েছে যে, ইসলামী আইন বাস্তবায়ন না হওয়া পর্যন্ত এমন হামলা অব্যাহত থাকবে।
guardian2.1ছবি: দ্য গার্ডিয়ান
তবে বিবিসি তাদের স্থানীয় প্রতিনিধির বরাতে জানিয়েছে, পাকিস্তান তালেবান (টিটিপি)-এর একটি ভিন্নমতাবলম্বী গোষ্ঠী জামাতুল আহরার বিস্ফোরণের দায় স্বীকার করলেও টিটিপির কেন্দ্রীয় নেতারা বার্তা পাঠিয়ে জানিয়েছে—এই বিস্ফোরণের সঙ্গে তাদের কোনো সম্পর্ক নেই।
একজন প্রত্যক্ষদর্শী আইনজীবী, মোহাম্মদ শাহজাদ বাট বলেন, ‘ভয়াবহ বিস্ফোরণ হয়, সবাই আতঙ্কে ভেতরে দৌড়াতে শুরু করে। আমি সদর গেটে কয়েকজনের মরদেহ দেখেছি।’ আরেক আইনজীবী রুস্তম মালিক জানান, আদালতের গেটে তিনি দুটি মরদেহ ও জ্বলতে থাকা কয়েকটি গাড়ি দেখেছেন। এএফপির প্রতিবেদন অনুসারে, আধাসামরিক বাহিনী দ্রুত ঘটনাস্থল ঘিরে ফেলে।
পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ এই হামলাটিকে ‘আমাদের জন্য এক জাগরণের আহ্বান’ বলে মন্তব্য করেছেন। তিনি বলেন, ‘বর্তমান পরিস্থিতিতে কাবুল সরকারের সঙ্গে সফল আলোচনা আশা করা অবাস্তব।’ ইসলামাবাদ কর্তৃপক্ষ আফগানিস্তানকে পাকিস্তানি তালেবান ও অন্যান্য সশস্ত্র গোষ্ঠীকে আশ্রয় দেওয়ার অভিযোগ করেছে, যা কাবুল অস্বীকার করে আসছে।
এই হামলাটি এমন এক সময় ঘটল, যখন আফগান সীমান্তের কাছে খাইবার পাখতুনখোয়া প্রদেশে জঙ্গিদের সঙ্গে পাকিস্তানি নিরাপত্তা বাহিনীর সংঘর্ষ চলছে। গত সোমবার ওয়ানা জেলায় এক হামলায় তিনজন নিহতও হয়েছেন।
সূত্র: এএফপি, বিবিসি



