শীর্ষ নিউজ

জাকির নায়েক নিয়ে ভারতের বক্তব্যে যা বললেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র

ভারতীয় ধর্মপ্রচারক, লেখক ও বক্তা ডা. জাকির নায়েককে নিয়ে দিল্লির পক্ষ থেকে যা বলা হয়েছে, তা বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের নজরে এসেছে বলে জানিয়েছেন মুখপাত্র এস এম মাহবুবুল আলম।রোববার (২ নভেম্বর) তিনি এ কথা জানান।

ডা. জাকির নায়েক আগামী ২৮ নভেম্বর ঢাকায় আসতে পারেন বলে একটি খবর বেরিয়েছে। জানা গেছে, বাংলাদেশে দুই দিনের সফরে এসে একটি দাতব্য অনুষ্ঠানে অংশ নেওয়ার কথা আছে তার। কিন্তু জাকির নায়েক ঢাকায় এলে তার বিরুদ্ধে যেন বাংলাদেশ যথাযথ ব্যবস্থা নেয়, সেজন্য আহ্বান জানান ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল।

এ বিষয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাহবুবুল আলম বলেন, ‘আমরাও বিশ্বাস করি যে, কোনো দেশের অন্য দেশের অভিযুক্ত বা পলাতক ব্যক্তিকে আশ্রয় দেওয়া উচিত নয়।’

জুলাই গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হয়ে ভারতে পালিয়ে যাওয়া মানবতাবিরোধী অপরাধ মামলার আসামি শেখ হাসিনাকে ফেরত দেওয়ার বিষয়ে দিল্লি চুপ থাকলেও তারা চায়, বাংলাদেশ যেন মালয়েশিয়া থেকে ঢাকায় পা রাখলেই জাকির নায়েকের বিরুদ্ধে পদক্ষেপ নেওয়া হয়।

গত বৃহস্পতিবার (৩০ অক্টোবর) এক সংবাদ সম্মেলনে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রনধীর জয়সওয়াল ভারতের এ প্রত্যাশার কথা তুলে ধরেন।

তাকে প্রশ্ন করা হয়, জাকির নায়েকের বাংলাদেশ সফরের বিষয়ে ভারত ঢাকার কাছে কোনো আহ্বান-অনুরোধ করেছে কি না।

জবাবে জয়সওয়াল বলেন, “জাকির নায়েক ‘পলাতক; তিনি ভারতে ‘ওয়ান্টেড’। তাই আমরা আশা করি, তিনি যেখানেই যান না কেন, সংশ্লিষ্ট দেশ তার বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেবে এবং আমাদের নিরাপত্তা সংক্রান্ত উদ্বেগ দূর করবে।”

তার আগে গত ২৮ অক্টোবর পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন জানান, জাকির নায়েকের সফরের বিষয়ে পররাষ্ট্র মন্ত্রণালয় অবগত নয়। এক প্রশ্নের উত্তরে ওইদিন পররাষ্ট্র উপদেষ্টা বলেন, জাকির নায়েককে দাওয়াত দেওয়া হয়েছে বলে আমি জানি না। আমি এরকম কিছু শুনিনি।-বাংলানিউজ২৪

এই বিভাগের আরও সংবাদ