নেত্রকোনা
নেত্রকোনায় জাতীয় সমবায় দিবস ২০২৫ পালিত


মো. কামরুজ্জামান, নেত্রকোনা প্রতিনিধিঃ “সাম্য ও সমতায়, দেশ গড়বে সমবায়” এই স্লোগানে নেত্রকোনায় ৫৪ তম জাতীয় সমবায় দিবস ২০২৫ পালিত হয়েছে।
আজ সকালে জেলা প্রশাসক ও সমবায় বিভাগ নেত্রকোনার আয়োজনে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে থেকে একটি রেলি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে একই স্থানে এসে শেষ হয়।
পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা সমবায় অফিসার সুমন চন্দ্র পাল এর সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ আবদুল্লাহ আল মাহমুদ জামান।
বিশেষ অতিথি হিসেবে ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক রাফিকুজ্জামান,অতিরিক্ত পুলিশ সুপার সজল কুমার সরকারসহ জেলার সমিতির সদস্যরা।



