রাকসু নির্বাচন: শিবির সমর্থিত প্যানেলের নাস্তা বাজেয়াপ্ত, বিতর্ক আচরণবিধি নিয়ে


আতিকুর রহমান, রাবি: রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) নির্বাচনে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে শিবির সমর্থিত ‘সম্মিলিত শিক্ষার্থী জোট’-এর প্রায় ২০০ প্যাকেট নাস্তা বাজেয়াপ্ত করেছে নির্বাচন কমিশন। তবে আচরণবিধিতে খাবার বিতরণ বা ব্যয়ের সীমা নির্ধারণে কোনো বিধান নেই।
সোমবার (১৩ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৭ টার দিকে বেগম খালেদা জিয়া হলের সামনে থেকে এসব নাস্তা বাজেয়াপ্ত করা হয়। পরে এ বিষয়ে জানতে নির্বাচন কমিশন অফিসে যান রাবি শাখা ছাত্রশিবিরের সাধারণ সম্পাদক মোজাহিদ ফয়সালসহ প্যানেলের কয়েকজন পদপ্রার্থী।
মোজাহিদ ফয়সাল বলেন, “আচরণবিধিতে প্রার্থীদের ব্যয়ের কোনো সীমা নেই। এর মানে, আমি আমার সামর্থ্য অনুযায়ী খরচ করতে পারি। কমিশনের এক সদস্য আমাদের প্রার্থীকে টাকার উৎস নিয়ে প্রশ্ন করেছেন—যা কমিশনের এখতিয়ারের বাইরে। শুধু আমরা না, আরও অনেক প্রার্থী নাস্তা বিতরণ করেছেন, কিন্তু তাদের ক্ষেত্রে ব্যবস্থা নেওয়া হয়নি।”
এ বিষয়ে নির্বাচন কমিশনার মোস্তফা কামাল আকন্দ বলেন, “তারা আচরণবিধি লঙ্ঘন করেছে। হাতেনাতে ধরার পর সতর্ক করা হয়েছে। আমরা কোনো মোবাইল কোর্ট নই, তাই শাস্তি দিতে পারি না। তবে দায়িত্বের অংশ হিসেবে খাবারগুলো বাজেয়াপ্ত করেছি।”
প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক এফ. নজরুল ইসলাম বলেন, “মনোনয়ন ফি এক হাজার টাকা থেকে কমিয়ে দুই শ টাকা করেছি, যাতে প্রার্থীদের খরচ কম হয়। এখন কেউ যদি নাস্তা বিতরণ করে, সেটি নির্বাচনের অংশ হতে পারে না। আচরণবিধিতে খাবার বিতরণের কথা লেখা না থাকলেও কিছু বিষয় অন্তর্নিহিতভাবে বোঝা যায়। টাকা বিতরণের কথাও লেখা নেই, কিন্তু সেটা কি করা যায়?”



