শিক্ষার্থীদের ব্যক্তিগত তথ্য ফাঁস: রাকসু নির্বাচনে গোপনীয়তা লঙ্ঘনের অভিযোগ


আতিকুর রহমান, রাবি: রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) নির্বাচনকে ঘিরে শিক্ষার্থীদের ব্যক্তিগত তথ্য ফাঁসের অভিযোগ উঠেছে। বিশ্ববিদ্যালয় প্রশাসনের মাধ্যমে এসব তথ্য রাজনৈতিক সংগঠনের কাছে সরবরাহ করা হয়েছে।
শুক্রবার (১০অক্টোবর) বিকেল ৫ টা ৩০ মিনিটে বিশ্ববিদ্যালয়ের পরিবহন মার্কেটে এই অভিযোগ তুলে ধরেন ‘গণতান্ত্রিক শিক্ষার্থী পর্ষদ’ প্যানেলের ভিপি প্রার্থী ফুয়াদ রাতুল।
প্রেস বিজ্ঞপ্তিতে তিনি বলেন, শিক্ষার্থীদের ব্যক্তিগত তথ্য দুটি রাজনৈতিক সংগঠনের হাতে পৌঁছে গেছে, যা গোপনীয়তা ও সাইবার নিরাপত্তার জন্য মারাত্মক হুমকি। এসব তথ্য নির্বাচনী প্রার্থীদের নজরদারিতেও ব্যবহার করা হচ্ছে বলে অভিযোগ করেন তিনি।
তিনি আরও জানান, প্রশাসনের নীরবতা ও তথ্য ব্যবস্থাপনায় অবহেলা প্রমাণ করে যে বিশ্ববিদ্যালয়ে সাইবার সুরক্ষার কার্যকর ব্যবস্থা নেই। “শিক্ষার্থীদের তথ্য ফাঁস প্রশাসনিক দায়িত্বহীনতার চরম উদাহরণ।
প্যানেলের কার্যনির্বাহী সদস্য প্রার্থী আসাদ সাদিক রাফি বলেন, “শিক্ষার্থীদের সংবেদনশীল তথ্য থার্ড পার্টি ওয়েবসাইটে সরবরাহ করা হচ্ছে, যা তাদের সাইবার নিরাপত্তায় চরম ঝুঁকি তৈরি করছে।”
গণতান্ত্রিক ছাত্রজোটের পক্ষে ফুয়াদ রাতুল বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে দ্রুত তদন্ত করে, সংশ্লিষ্ট সকলের বিরুদ্ধে অবিলম্বে প্রশাসনিক ব্যাবস্থা গ্রহণের দাবি করেন এবং শিক্ষার্থীদের তথ্য নিরাপত্তা রক্ষায় একটি কার্যকর সাইবার সেল গঠনের আহ্বান জানান।



