ক্যাম্পাস

রাজশাহীতে ২য় বারের মতো অ্যাস্ট্রোনমি ক্যাম্প শুরু হচ্ছে ৯ অক্টোবর

আতিকুর রহমান, রাবি প্রতিনিধি: বাংলাদেশ সোশিও-কালচারাল ফোরাম (বিএসসিএফ) এর আয়োজনে ২য় বারের মতো অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘বিএসসিএফ সেকেন্ড অ্যাস্ট্রোনমি ক্যাম্প ২০২৫। আগামীকাল বৃহস্পতিবার রাজশাহী নভোথিয়েটারে রেজিস্ট্রেশন ও প্রাক-উদ্বোধনী কার্যক্রমের মধ্য দিয়ে তিন দিনব্যাপী এই ক্যাম্প শুরু হবে।

বুধবার (৮ অক্টোবর) বিকেল ৪টায়, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ক্যাফেটেরিয়ায় আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান ক্যাম্প চীফ সামিন ইয়াসার সাদ এবং প্রধান নির্বাহী নিলয় সাহা৷

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন জনসংযোগ উপকমিটির আহ্বায়ক নূর আহসান মৃদুল। তিনি বলেন, ক্যাম্পের প্রথম দিনের প্রাক-উদ্বোধনীতে প্রধান অতিথি থাকবেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. রায়হানা শামস ইসলাম এবং সভাপতিত্ব করবেন ক্যাম্প চীফ সামিন ইয়াসার সাদ।

ক্যাম্পের দ্বিতীয় দিনের প্রোগ্রাম অনুষ্ঠিত হবে রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (রুয়েট) । যেখানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন রাজশাহী বিভাগীয় কমিশনার খন্দকার আজিম আহমেদ, এনডিসি। বিশেষ অতিথি হিসাবে বক্তব্য দেবেন প্রখ্যাত অ্যাস্ট্রোফটোগ্রাফার জুবায়ের কাউলিন।

শেষ দিন ১১ অক্টোবর সকাল ৯টায় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কাজী নজরুল ইসলাম মিলনায়তনে অনুষ্ঠিত হবে অ্যাস্ট্রোনমি অলিম্পিয়াড ও “বাংলাদেশে বিজ্ঞান শিক্ষার নীতি ও বাস্তবতা” শীর্ষক প্যানেল আলোচনা। বিকেলে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের সচিব মো. আনোয়ার হোসেন সমাপনী বক্তব্য ও বিজয়ীদের পুরস্কার প্রদান করবেন৷

প্রধান নির্বাহী নিলয় সাহা বলেন, এই ক্যাম্পের মূল উদ্দেশ্য হলো শিক্ষার্থীদের মহাজাগতিক বিজ্ঞান বিষয়ে আগ্রহী করে তোলা৷ বাংলাদেশে বিভিন্ন অলিম্পিয়াড আছে, বাট অ্যাস্ট্রোনমির তেমন কোনাে জানাশোনা নাই৷ বাংলাদেশে এই আ্স্ট্রো্নমিতে কোনাে স্নাতক ডিগ্রি গ্রহণের সুযোগ নেই,আমরা এটা নিয়ে কাজ করতে চাই৷

রাজশাহী বিভাগের এক হাজারেরও বেশি শিক্ষার্থী অংশ নিচ্ছে এবারের ক্যাম্পে, যা তরুণদের জ্যোতির্বিজ্ঞানের প্রতি আগ্রহ বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আয়োজকরা জানিয়েছেন।

উল্লেখ্য, ‘বাংলাদেশ সোশিও কালচার ফোরাম’রাজশাহী বিশ্ববিদ্যালয়ের টিএসসিসি নিবন্ধিত একটি প্ল্যাটফর্ম৷ যেটি ২০২২ সালে প্রতিষ্ঠা লাভ করে৷

এই বিভাগের আরও সংবাদ