ইসরায়েলি হেফাজতে নির্যাতনের অভিযোগ গ্রেটা থানবার্গের


সুইডিশ জলবায়ু আন্দোলনকর্মী গ্রেটা থানবার্গ অভিযোগ করেছেন, গাজাগামী ফ্লোটিলায় অংশ নেওয়ার পর ইসরায়েলি সেনাদের হাতে আটক অবস্থায় তিনি ও অন্যান্য কর্মীরা নির্যাতনের শিকার হয়েছেন।
মঙ্গলবার (৭ অক্টোবর) স্টকহোমে এক সংবাদ সম্মেলনে গ্রেটা বলেন, ‘আমাদের অপহরণ করে নির্যাতন করা হয়েছে।’ তিনি আরও জানান, বিশুদ্ধ পানি দেওয়া হয়নি, আর কিছু আটক ব্যক্তিকে প্রয়োজনীয় ওষুধ থেকেও বঞ্চিত করা হয়েছে।
তবে তিনি ব্যক্তিগতভাবে কী ধরনের নির্যাতনের শিকার হয়েছেন, তা বিস্তারিত বলতে চাননি। তাঁর ভাষায়, ‘আমি চাই না এই খবরটি ‘গ্রেটা নির্যাতিত হয়েছেন’ বলে শিরোনাম হোক, কারণ আসল বিষয়টা সেটা নয়। গাজার মানুষ প্রতিদিন যে ভয়াবহতার মধ্যে বেঁচে আছেন, আমাদের অভিজ্ঞতা তার কাছে তুচ্ছ।’
ইসরায়েলি পররাষ্ট্র মন্ত্রণালয় এ বিষয়ে কোনো মন্তব্য করেনি। তবে সংস্থাটি আগেও জানিয়েছিল, আটকদের খাবার, পানি, টয়লেট ও আইনজীবীর সঙ্গে যোগাযোগের সুযোগ দেওয়া হয়েছে, তাদের আইনগত অধিকারও নিশ্চিত করা হয়েছিল।
গ্রেটা ‘গ্লোবাল সুমুদ ফ্লোটিলা’ নামের একটি আন্তর্জাতিক দলের অংশ ছিলেন। এই দলটি গাজায় ত্রাণ পৌঁছানো এবং সেখানকার মানবিক বিপর্যয়ের প্রতি দৃষ্টি আকর্ষণের চেষ্টা করছিল।
ইসরায়েলি নৌবাহিনী ফ্লোটিলার ৪৭৮ জন অংশগ্রহণকারীকে আটক করে, যার মধ্যে গ্রেটাও ছিলেন। সোমবার তাঁকে দেশ থেকে নির্বাসিত করা হয়।
ইসরায়েল বলেছে, এই ফ্লোটিলা ছিল ‘গণমাধ্যমে প্রচারের উদ্দেশ্যে সাজানো একটি নাটক’, যা ‘হামাসের জন্য প্রচারণা’ হিসেবে কাজ করছে।
এর আগে, গত জুনেও গাজা অবরোধ ভাঙার চেষ্টায় অংশ নেওয়ায় গ্রেটা থানবার্গকে সমুদ্রে আটক করেছিল ইসরায়েলি বাহিনী।
সুইডিশ কর্মীরা অভিযোগ করেছেন, আটক অবস্থায় গ্রেটাকে জোর করে ইসরায়েলের পতাকা পরানো হয়েছিল। তবে এ বিষয়ে গ্রেটা মঙ্গলবারের সংবাদ সম্মেলনে কিছু বলেননি।
আটকের সময় সুইডিশ সরকার পর্যাপ্ত সহায়তা দেয়নি বলেও অভিযোগ করেন কর্মীরা। তবে সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, তারা গাজায় না যেতে নাগরিকদের সতর্ক করেছিল, তবুও আটক সুইডিশদের জন্য কনস্যুলার সহায়তা ও ইসরায়েলের সঙ্গে যোগাযোগ রাখা হয়েছে, যাতে নাগরিকদের প্রতি ভালো আচরণ নিশ্চিত হয়।
সূত্র: রয়টার্স



