জাতীয়

প্রবারণা পূর্ণিমা উপলক্ষে শুভেচ্ছা জানাল পার্বত্য চট্টগ্রাম সমিতি

পবিত্র প্রবারণা পূর্ণিমা উপলক্ষে পার্বত্য চট্টগ্রাম সমিতি, ঢাকা-এর পক্ষ থেকে সংগঠনের বৌদ্ধ ধর্মাবলম্বী সদস্যগণ এবং পার্বত্য চট্টগ্রামসহ সারা দেশের বৌদ্ধ ধর্মাবলম্বী সকল সম্প্রদায়ের প্রতি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছে।

সংগঠনের পক্ষে রোববার (৫ অক্টোবর ২০২৫) এক প্রেস বিজ্ঞপ্তিতে এই শুভেচ্ছা জানান- সভাপতি এ এইচ এম ফারুক, সিনিয়র সহ-সভাপতি মিতায়ন চাকমা এবং সাধারণ সম্পাদক মো. আলমগীর হোসেন ভূঁইয়া।

বিজ্ঞপ্তিতে পার্বত্য চট্টগ্রাম সমিতির নেতৃবৃন্দ বলেন, প্রবারণা পূর্ণিমা বৌদ্ধ ধর্মাবলম্বী বিভিন্ন সম্প্রদায়ের দ্বিতীয় বৃহত্তম ধর্মীয় উৎসব। এই উৎসব মানবতাকে ছাপিয়ে প্রীতি, মৈত্রী ও আত্মশুদ্ধির বার্তা নিয়ে আসে এবং মানুষের মাঝে নিবিড় বন্ধন রচনা করে ও ভ্রাতৃত্ববোধ জাগিয়ে তোলে।

বিশেষ করে পার্বত্য চট্টগ্রামে এই পুণ্যতিথি সাম্প্রদায়িক সম্প্রীতি ও সহাবস্থানের অনন্য প্রতীক হিসেবে প্রতিভাত হয়।

নেতৃবৃন্দ বলেন- আশাকরি এই উৎসবটি আনন্দঘন ও শান্তিপূর্ণভাবে পালিত হবে।

এই বিভাগের আরও সংবাদ