রাজনীতি

১১ সংগঠন নিয়ে রিজভীর নামে ভুয়া বিজ্ঞপ্তি, বিএনপির সতর্কতা

বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভীর নামে এক ভুয়া সংবাদ বিজ্ঞপ্তি সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে। এতে ১১টি অঙ্গ ও সহযোগী সংগঠনের নাম উল্লেখ করে একটি সতর্কীকরণ নোটিশ প্রকাশ করা হয়, যা দলটির পক্ষ থেকে অস্বীকার করা হয়েছে।

ভুয়া সংবাদ বিজ্ঞপ্তিতে দাবি করা হয়, বিএনপি ও দলের অনুমোদিত ১১টি সংগঠন ছাড়া অন্য কোনো সংগঠন অনুমোদিত নয় এবং শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, জিয়া পরিবার ও তারেক রহমানের নাম ব্যবহার করে সংগঠন গঠনের অভিযোগও উত্থাপন করা হয়।

এতে আরও বলা হয়, অনুমোদনহীন এসব সংগঠন বিএনপির ভাবমূর্তি ক্ষুণ্ন করছে এবং এসব কর্মকাণ্ড থেকে বিরত থাকার অনুরোধ জানানো হয়।

প্রসঙ্গত বিএনপির ১১টি অনুমোদিত অঙ্গ ও সহযোগী সংগঠন হলো—

১. জাতীয়তাবাদী যুবদল
২. জাতীয়তাবাদী ছাত্রদল
৩. জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল
৪. জাতীয়তাবাদী শ্রমিক দল
৫. জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দল
৬. জাতীয়তাবাদী কৃষক দল
৭. জাতীয়তাবাদী মহিলা দল
৮. জাতীয়তাবাদী ওলামা দল
৯. জাতীয়তাবাদী মৎস্যজীবী দল
১০. জাতীয়তাবাদী তাঁতী দল
১১. জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা (জাসাস)

বিজ্ঞপ্তিতে দাবি করা হয়, ওপরের তালিকা ছাড়া অন্য সব সংগঠন অননুমোদিত ও অবৈধ। একই সঙ্গে এসব সংগঠনের নামে কোনো পদ বা পরিচয় ব্যবহার করে কোনো ব্যক্তি প্রচার চালালে দল তা স্বীকার করবে না।

তবে দলটির কেন্দ্রীয় দপ্তর এ বিজ্ঞপ্তিকে ভুয়া আখ্যা দিয়েছে। বিএনপির নির্বাহী কমিটির সদস্য আব্দুস সাত্তার পাটোয়ারী জাগো নিউজকে বলেন, ‘এই প্রেস বিজ্ঞপ্তিটি সঠিক নয়। এটি বিএনপির অনুমোদিত দপ্তর বা প্রচলিত কোনো মাধ্যমে প্রচারিত হয়নি। এটি উদ্দেশ্যমূলকভাবে তৈরি করা হয়েছে।’

সাধারণত বিএনপি ও এর অঙ্গসংগঠনের কোনো সাংগঠনিক সিদ্ধান্ত ইমেইল, হোয়াটসঅ্যাপ গ্রুপ কিংবা সংবাদ সম্মেলনের মাধ্যমে প্রচার করা হয়। এই ভুয়া বিজ্ঞপ্তিটি সে প্রক্রিয়া অনুসরণ করেনি।

সোশ্যাল মিডিয়ায় ইতোমধ্যে কয়েকজন ব্যক্তি এ বিজ্ঞপ্তিটি শেয়ার করেছেন এবং কয়েকটি গণমাধ্যমে সেটি প্রকাশও পেয়েছে। এ পরিপ্রেক্ষিতে দলের পক্ষ থেকে সকলকে বিভ্রান্ত না হতে এবং যাচাই-বাছাই করে তথ্য প্রচারের আহ্বান জানানো হয়েছে।

এই বিভাগের আরও সংবাদ