এনসিপি নির্বাচন চায়, কিন্তু সে নির্বাচন হতে হবে সংস্কারের পর: হাসনাত আব্দুল্লাহ


আল মাহমুদ দোলন, পঞ্চগড় জেলা সংবাদদাতাঃ যেই প্রশাসন ও পুলিশ দিয়ে মধ্যরাতের নির্বাচন হয়েছে, সেই প্রশাসন ও পুলিশের সংস্কার না হওয়া পর্যন্ত এনসিপি নির্বাচনে যাবেনা- এনসিপি নির্বাচন চায়, কিন্তু সে নির্বাচন হতে হবে সংস্কারের পর নির্বাচন। আগে গণপরিষদ নির্বাচন হতে হবে।
পঞ্চগড়ে -হাসনাত,
অপর দিকে জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, ধর্ম-বর্ণ নির্বিশেষে ভারতের পুশ-ইন আগ্রাসনের বিরুদ্ধে ঐক্যবদ্ধ থাকতে হবে। নাহিদ ইসলাম আরও বলেন, শেখ হাসিনাকে ফেরত না পাঠিয়ে ভারত বিভিন্ন সিমান্ত দিয়ে যে পুশ-ইন চালাচ্ছে সেটা বরদাস্ত করা যায় না। ধর্ম-বর্ণ নির্বিশেষে ভারতের পুশ-ইন আগ্রাসনের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে।
দেশব্যাপী জুলাই পদযাত্রার ৩য় দিনে বৃহস্পতিবার (৩ জুলাই) বিকেলে পঞ্চগড়ের চৌরঙ্গী শেরেবাংলা চত্বরে আয়োজিত পথসভায় তারা এসব কথা বলেন।
এসময় দলটির দক্ষিনাঞ্চলের মূখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ তার বক্তব্যে বলেন, যেই প্রশাসন ও পুলিশ দিয়ে মধ্যরাতের নির্বাচন হয়েছে, সেই প্রশাসন ও পুলিশের সংস্কার না হওয়া পর্যন্ত এনসিপি নির্বাচনে যাবেনা। হাসনাত আরো বলেন, এনসিপি নির্বাচন চায়, কিন্তু সে নির্বাচন হতে হবে সংস্কারের পর নির্বাচন। আগে গণপরিষদ নির্বাচন হতে হবে বলেও তার বক্তব্যে উল্লেখ করেন হাসনাত আব্দুল্লাহ।
অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে কারা চাঁদা বাজি করছে, কারা অন্যায় দুর্নীতি করছে সবাই তা জানে এবং সবাই তাদের প্রতিরোধ করবে উল্লেখ করে পঞ্চগড়ের সন্তান ও এনসিপির উত্তরাঞ্চলের মূখ্য সংগঠক সারজিস আলম তার বক্তব্যে বলেন, সনাতনধর্মাবলম্বীদের সবচেয়ে বড় পরিচয় হলো তারা বাংলাদেশী, তাদের আঘাত লাগে এমন কিছু করা থেকে সবাইকে বিরত থাকতে হবে।
পথসভায় অন্যান্যের মধ্যে নাসির উদ্দিন পাটোয়ারী, ডা.তাসনিম জারা, আব্দুল হান্নান মাসাউদ সহ এনসিপির অন্যান্য কেন্দ্রীয় নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।
এর আগে তাদের নেতৃত্বে জুলাই পদযাত্রা নীলফামারি জেলা থেকে দুপুরে দেবীগঞ্জ ও বোদা উপজেলা পার হয়ে পঞ্চগড়ে পৌছলে হাজার হাজার ছাত্র জনতা ও সাধারন মানুষ তাদের করতালি ও শ্লোগানে স্বাগত জানায়।