রাজনীতি

নিবন্ধন পেতে ইসিতে এনসিপির আবেদন, শাপলা, মোবাইল বা কলম প্রতীক দেওয়ার আহ্বান

রাজনৈতিক দল হিসেবে নিবন্ধন পেতে রোববার (২২ জুন) নির্বাচন কমিশনে (ইসি) আবেদন করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। আবেদন শেষে শাপলা, মোবাইল ও কলমের মধ্যে একটিকে প্রতীক হিসেবে চেয়েছে দলটি।

আবেদন শেষে কমিশন সচিবালয়ে গণমাধ্যমের সঙ্গে আলাপকালে দলটির প্রতিনিধিরা এসব তথ্য জানান।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে নিবন্ধন পেতে আগ্রহী রাজনৈতিক দলগুলোকে আবেদন করার জন্য গত ১০ মার্চ গণবিজ্ঞপ্তি জারি করে ইসি। আবেদনের সময়সীমা ছিল ২০ এপ্রিল পর্যন্ত। কিন্তু এনসিপিসহ কয়েকটি দলের আবেদনের পরিপ্রেক্ষিতে সেই সময় দুই মাস বাড়িয়ে ২২ জুন নির্ধারণ করে সংস্থাটি।

এই বিভাগের আরও সংবাদ