আ. লীগের সাবেক এমপি জাফর ১৮ দিনের রিমান্ডে


কক্সবাজার-১ (চকরিয়া-পেকুয়া) আসনের সাবেক এমপি জাফর আলমের বিরুদ্ধে হত্যাসহ সাত মামলায় ১৮ দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত।
বুধবার সকাল ৯টার পর পরই জেলা পুলিশের প্রিজন ভ্যানে করে তাকে আদালতে নেওয়া হয়।
আদালতে নেওয়া নিয়ে আদালত চত্বর ও আশপাশের অন্তত অর্ধকিলোমিটার এলাকায় যৌথবাহিনী কঠোর নিরাপত্তা ব্যবস্থা জোরদার করে।
আদালত সূত্র জানায়, বিগত ৫ আগস্ট পরবর্তী চকরিয়া ও পেকুয়া থানায় করা একাধিক হত্যাসহ বিশেষ ক্ষমতা আইনের মামলায় তাকে শ্যোন অ্যারেস্ট দেখায় পুলিশ। সেসব মামলার শুনানি করা হয় বুধবার।
এ সময় আদালতের বিচারক মো. আনোয়ারুল কবির শুনানী শেষে ৭ মামলায় তদন্তকারী কর্মকর্তাদের আলাদা আবেদনের পরিপ্রেক্ষিতে সর্বমোট ১৮ দিনের রিমান্ড মঞ্জুর করেন। তন্মধ্যে পুলিশের আবেদনের পরিপ্রেক্ষিতে এসব মামলায় সর্বোচ্চ চারদিন ও সর্বনিম্ন ২ দিন করে রিমান্ড মঞ্জুর করেন আদালত। মামলাগুলোর মধ্যে চকরিয়া থানার ৫টি ও পেকুয়া থানার ২টি মামলা রয়েছে।
সূত্র জানায়, আদালতের শুনানি চলাকালে জাফর আলমের পক্ষে শুনানি করেন অসংখ্য আইনজীবী। এ সময় রাষ্ট্রপক্ষে তথা জাফর আলমের বিপক্ষে শুনানিতে অংশ নেন আদালতের এপিপি অ্যাডভোকেট মঈন উদ্দিন। এ তথ্য নিশ্চিত করেছেন এপিপি মঈন উদ্দিন।
এদিকে জাফর আলমকে মিথ্যা মামলায় গ্রেফতার করে হয়রানি করা হচ্ছে দাবি করে এর প্রতিবাদে ঝটিকা মিছিল করে স্থানীয় আওয়ামী লীগের কতিপয় নেতাকর্মী। সকাল সাড়ে নয়টার দিকে চকরিয়া পৌরসভার মগবাজার এলাকায় তারা ঝটিকা মিছিল করেন। এতে নেতৃত্ব দেন চকরিয়া উপজেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক জামাল উদ্দিন জয়নাল।