আইন ও আদালত

হাইকোর্ট নিয়ে বিরূপ মন্তব্য, সারজিসকে ক্ষমা চাইতে লিগ্যাল নোটিশ

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র পদ নিয়ে ইশরাক হোসেনের শপথগ্রহণ সংক্রান্ত রিট খারিজের পর ফেসবুক স্ট্যাটাসে হাইকোর্ট নিয়ে বিরূপ মন্তব্য করায় সারজিস আলমকে লিগ্যাল নোটিশ দিয়েছেন এক আইনজীবী।

শনিবার (২৪ মে) মো. জসিম উদ্দিন নামে আইনজীবীর দেওয়া লিগ্যাল নোটিশে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলমকে প্রকাশ্য ক্ষমা চাওয়ার আহ্বান জানানো হয়েছে।

এর আগে, গত ২২ এপ্রিল বিএনপি নেতা ইশরাক হোসেনকে মেয়র পদে শপথ পড়াতে বাধা নেই বলে রায় দেয় হাইকোর্ট। যা নিয়েই ফেসবুকে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানান সারজিস আলম।

ফেসবুকে দেওয়া এক পোস্টে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক তখন লেখেন, মব তৈরি করে যদি হাইকোর্টের রায় নেওয়া যায় তাহলে এই হাইকোর্টের দরকার কি?’

ওই পোস্টকে কেন্দ্র করে পাঠানো নোটিশে সারজিস আলমকে সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেলের কাছে লিখিতভাবে ক্ষমা চাইতে বলা হয়েছে। একইসঙ্গে নোটিশ পাওয়ার দুই ঘণ্টার মধ্যে সংবাদ সম্মেলন ডেকে তাকে প্রকাশ্যে ক্ষমা চাইতে বলা হয়েছে। অন্যথায় আইনগত ব্যবস্থাগ্রহণ করা হবে বলে জানান আইনজীবী মো. জসিম উদ্দিন।

এই বিভাগের আরও খবর পড়ুন

Back to top button