ঐক্যের ডাক খেলাফত মজলিসের


আলাপ-আলোচনার মাধ্যমে দেশের চলমান রাজনৈতিক উত্তেজনা প্রশমন করা সম্ভব উল্লেখ করে খেলাফত মজলিস সব পক্ষকে পারস্পরিক মতপার্থক্য-বিভেদ দূর করে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছে।
দলটির নেতারা বলেছেন, দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি উত্তরণে বিভিন্ন দল ও পক্ষের মধ্যে পারস্পরিক মতপার্থক্য-বিভেদ দূর করতে সংলাপ শুরু করা প্রয়োজন। আলাপ-আলোচনার মাধ্যমে দেশের চলমান রাজনৈতিক উত্তেজনা প্রশমন করা সম্ভব। এজন্য বিভিন্ন রাজনৈতিক দল, ব্যক্তি ও প্রতিষ্ঠানকে দায়িত্বশীল ভূমিকা পালন করা প্রয়োজন।
শুক্রবার বিকাল ৩টায় রাজধানীর পল্টনে খেলাফত মজলিসের কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত রাজনৈতিক কমিটির বৈঠকে এসব কথা বলা হয়।
বৈঠকে নেতারা বলেন, প্রধান উপদেষ্টার পদত্যাগ বা অন্তর্বর্তী সরকারের সঙ্গে অন্যদের মতপার্থক্যের যেসব খবর প্রকাশিত হচ্ছে, তাতে জনগণ খুবই উদ্বিগ্ন ও শঙ্কিত। ফ্যাসিবাদবিরোধী জাতীয় ঐক্য অটুট রাখার স্বার্থে সবাইকে আন্তরিক হতে হবে। রাষ্ট্রের বিভিন্ন প্রতিষ্ঠানকে স্ব স্ব গণ্ডির মধ্যে থেকে দায়িত্বশীলতার সঙ্গে ইতিবাচক ভূমিকা পালন করতে হবে। দেশকে এগিয়ে নেওয়ার জন্য জুলাই অভ্যুত্থানের সুযোগকে কোনোভাবেই বেহাত হতে দেওয়া যাবে না। ফ্যাসিবাদের পুনরুত্থান বা পুনর্বাসন জুলাই শহিদদের রক্তের সঙ্গে বেইমানির শামিল। তাই দ্রুত সময়ের মধ্যে প্রয়োজনীয় সংস্কার কার্যক্রম শেষ করে একটি জাতীয় নির্বাচনের দিকে অগ্রসর হতে হবে।
তারা বলেন, আমরা শুরু থেকেই বলে আসছি এ বছরের ডিসেম্বরের মধ্যে প্রয়োজনীয় সংস্কার সম্পন্ন করে একটি সুষ্ঠু জাতীয় নির্বাচন সম্ভব। তাই জাতীয় নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করা প্রয়োজন। একই সঙ্গে পতিত ফ্যাসিবাদী দল ও বিগত ১৬ বছরে বিরোধী দলমতের লোকদের হত্যা-নির্যাতনের সঙ্গে জড়িতদের বিচার দ্রুত করতে হবে।
বৈঠকে দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতিতে শনিবার দুপুর ১টায় পল্টনস্থ কেন্দ্রীয় কার্যালয়ে খেলাফত মজলিসের পক্ষ থেকে সংবাদ সম্মেলন আহ্বান করা হয়েছে।
খেলাফত মজলিসের আমির মাওলানা আবদুল বাছিত আজাদের সভাপতিত্বে ও সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট জাহাঙ্গীর হোসাইনের পরিচালনায় অনুষ্ঠিত বৈঠকে উপস্থিত ছিলেন নায়েবে আমির মাওলানা আহমদ আলী কাসেমী, অধ্যাপক আবদুল্লাহ ফরিদ, যুগ্ম মহাসচিব ড. মোস্তাফিজুর রহমান ফয়সল, অধ্যাপক মো. আবদুল জলিল, আমিনুর রহমান ফিরোজ।